ফের দেহতত্ত্ব ভিত্তিক গান নিয়ে হাজির চিশতী বাউল

Looks like you've blocked notifications!
চিশতী বাউল। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আনাচকানাচে গাইছেন শামসেল হক চিশতী ওরফে চিশতী বাউল। ‘যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে’ বা ‘বেহায়া মন’সহ বহু জনপ্রিয় গানের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন তিনি। এবার নতুন গান দিয়ে হাজির হয়েছেন তিনি। 

‘ও দয়াল’ শিরোনামে নতুন গানটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। এটির সংগীতায়েজন করেছেন রানা আকন্দ। সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় ‘চ্যানেল এইচ এম’ এর ব্যানারে মুক্তি পেয়েছে গানটি।

গানটি প্রসঙ্গে চিশতী বাউল বলেন, ‘ও দয়াল’ গানটি দেহতত্ত্ব ভিত্তিক গান। এইচ এম নিপু গানটি অসাধারণ লিখেছেন এবং সুর করেছেন। আমার মনে হয় নিপুর এই ভাবগাম্ভীর্যপূর্ণ লেখা আমার জনপ্রিয় সব গানের মতো সবার হৃদয়ে দাগ কাটবে।

এইচ এম নিপু বলেন, মৃত্যুর পর মানুষ কোন দেশে, কোন বেশে থাকে সেটা সবার অজানা- এই জগৎ সংসারে একদিন কিছুই থাকবে না। ‘দয়াল কিসেরও লাগিয়া জমিনে পাঠাইয়া উপরে যাইবা নিয়া’- এমন সাধারণ কিছু কথায় অসাধারণ এক অনুভূতি প্রকাশ পেয়েছে গানটিতে। আশাকরি গানটি সবার ভালো লাগবে।