বগুড়াবাসীর জন্য স্টার সিনেপ্লেক্সের সুখবর

Looks like you've blocked notifications!
স্টার সিনেপ্লেক্স। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার পর উত্তরবঙ্গের বগুড়ায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন একটি শাখা। বগুড়ার নবাব বাড়ি রোডের সাতমাথা মোড়ে অবস্থিত পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটি চালু হবে।

এ বিষয়ে আগামী ৩ অক্টোবর বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের কর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকার একটি হোটেল। সেদিন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

রাজধানীর বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ার এবং মিরপুর-১ এর সনি স্কয়ারে সিনেপ্লেক্সের ৪টি শাখা চালু আছে। বগুড়া দিয়ে দেশের সর্বাধুনিক এ সিনে থিয়েটারটি তাদের পঞ্চম শাখা চালু করতে যাচ্ছে।