বঙ্গ বব সিজন ২ : ৭ গল্পে মন্ত্রীসহ তারকাবহুল অভিনয়শিল্পীরা

Looks like you've blocked notifications!
বঙ্গ বব সিজন ২-এর কয়েকটি নাটকের দৃশ্য। ছবি : সংগৃহীত

বাংলার সাহিত্যকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা ও স্বপ্ন নিয়ে গত বছর থেকে বঙ্গ শুরু করেছে বিশেষ প্রজেক্ট বঙ্গ বব (বেজড অন বুকস), যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এবার ‘বঙ্গ বব সিজন ২’ নিয়ে এসেছে সাত জন লেখকের সাতটি বিশেষ গল্প নিয়ে। যেখানে থাকছে সব প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার ও প্যারানরমাল ঘরানার সাতটি অরিজিনাল টেলিফিকশন।

বঙ্গ জানিয়েছে, সাতটি টেলিফিকশনে অভিনয় করেছেন দেশের ছোট পর্দা, বড় পর্দার খ্যাতিমান সব তারকা শিল্পী। এ ছাড়া প্রথম বারের মতো দর্শকদের সামনে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বড় পর্দার তারকা ইয়ামিন হক ববিও এই সিজনে অভিনয়ের মাধ্যমে প্রথম বারের মতো ওটিটির পর্দায় আসছেন।

বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘বাংলা সাহিত্যে ভালো গল্প কিংবা উপন্যাসের অভাব নেই। এমনকি আমাদের তরুণ লেখকেরাও যথেষ্ট ভালো লিখছে। সেই ভালো গল্প কিংবা উপন্যাসগুলোকে দর্শকদের মাঝে পৌঁছে দিতেই গত বছর আমরা শুরু করেছিলাম বঙ্গ বব। সেখানে আমরা দর্শক ও সমালোচকদের অনেক ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। সেই সাফল্য থেকে উৎসাহিত হয়েই জনপ্রিয় লেখকদের নতুন সাতটি গল্প নিয়ে এবারের সিজন।’   
 
ঈদের প্রথম দিন
বঙ্গতে দেখা যাবে ‘এক অলৌকিক বিকেলের গল্প (অন্ধকার ও আলো দেখার গল্প : অপরাহ্নের গল্প), পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। অভিনয়ে আছেন ফেরদৌস হাসান নেভিল, তানজিকা আমিন, ফজলুর রহমান বাবু প্রমুখ।
 
ঈদের দ্বিতীয় দিন
‘প্রায়শ্চিত্ত’ (একটি শাড়ি এবং কামরাঙা বোমা ও অন্যান্য : ওবায়েদ হক), পরিচালনা করেছেন ভিকি জাহেদ। অভিনয়ে আছেন আফরান নিশো, নিশাত প্রিয়ম, ফারুক আহমেদ।

ঈদের তৃতীয় দিন
‘ফ্রিল্যান্সার নাদিয়া’ (কেমন আছেন ফ্রিল্যান্সার নাদিয়া : রাহিতুল ইসলাম), পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে আছেন মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন এবং একটি বিশেষ দৃশ্যে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
ঈদের চতুর্থ দিন
‘সাদা প্রাইভেট’ (সাদা প্রাইভেট : ইশতিয়াক আহমেদ), পরিচালনা করেছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, রুকাইয়া জাহান চমক ও ইরফান সাজ্জাদ।
 
ঈদের পঞ্চম দিন
‘হাফ চান্স’ (কলম : রাসয়াত রহমান জিকো), পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব, তামিম মৃধা, তানজিন তিশা ও সারিকা সাবাহ।

ঈদের ষষ্ঠ ‘দিন
‘সুরভি’ (সুরভি : ইমদাদুল হক মিলন), পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে আছেন ইয়ামিন হক ববি, সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, ডলি জহুর প্রমুখ।

ঈদের সপ্তম ‘দিন
‘চল’ (চল : অন্তিক মাহমুদ), পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে আছেন ইয়াশ রোহান, সাবিলা নূর ও সৈয়দ জামান শাওন।