বন্যা : শাকিবের তহবিল গঠন, ‘কুঁড়েঘর’ ব্যান্ড তুলেছে ২ দিনে ১৬ লাখ

Looks like you've blocked notifications!
মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান দেশের শোবিজ তারকাদের। ছবি : সংগৃহীত

বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল। বানভাসি অন্তত ৪০-৫০ লাখ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। অনেকেই আবার তাঁদের সাহায্যের জন্য তহবিল গঠন করছেন।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অন্তর্জালে জানিয়েছেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমি আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি। একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি, যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেইসব মানুষের সাময়িক সংকট মোকাবিলায়।’

বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি মেইলে যোগাযোগ করতে বলেছেন দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই নায়ক।

এদিকে, ১৭ জুন দেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন। সিনেমাটির টিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম সপ্তাহের টিকেট বিক্রির সব টাকা দান করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে।

প্রাণচঞ্চল কয়েক জন তরুণের ব্যান্ড ‘কুঁড়েঘর’ এরই মধ্যে তহবিল গঠন করে বন্যকবলিত এলাকায় অবস্থান করছে। এক ফেসবুক পোস্টে ব্যান্ডদলটির গায়ক সংগীতশিল্পী তাশরীফ খান জানিয়েছেন, ‘দুই দিনে ১৬ লক্ষ টাকা অনুদান এসেছে।। আমাদের সব নম্বরের লিমিট শেষ। এখন কেউ টাকা পাঠিয়েন না। আমরা এইটা ডিস্ট্রিবিউট করার পর প্রয়োজন হলে আবার জানাব।’

দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শীঘ্রই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক। প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’

কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘সিলেট সুনামগঞ্জ ভাসছে। আমরা একটু সিরিয়াস হই। আসুন বানভাসি মানুষকে নিয়ে ভাবি, পারলে কিছু করি। প্লিজ!’

এ ছাড়া শোবিজের অনেক তারকাই মানবিক বিপর্যয়ে প্রার্থনার পাশাপাশি সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন।