বাংলাদেশে ব্যবসা গুটিয়ে নিলো জিফাইভ

Looks like you've blocked notifications!
জিফাইভের লোগো। ছবি : প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে নেওয়া

‘কন্ট্রাক্ট’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’র মতো একাধিক চমক জাগানো সিরিজ নির্মাণ করে আলোচনায় আসা জিফাইভ বাংলাদেশে ব্যবসা গুটিয়ে নিয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আর দেখা যাবে না এই প্ল্যাটফর্মের কোনও কনটেন্ট।

এক ই-মেইল বার্তাটি এই তথ্য নিশ্চিত করেছে জিফাইভ। যদিও গেল বছরের ১৯ জানুয়ারি এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিল এনটিভি অনলাইন

জিফাইভের বার্তায় বলা হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশে আর জিফাইভের স্ট্রিমিং সার্ভিস থাকছে না। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পেরে আমরা আনন্দিত।’

প্রতিষ্ঠানটি আরও নিশ্চিত করেছে, ১৫ জানুয়ারি থেকে সেবা বন্ধ হলে, যারা অগ্রিম সাবস্ক্রিপশন কিনে রেখেছেন, তাদের সাবস্ক্রিপশন অনুযায়ী যার যার দেওয়া অতিরিক্ত অর্থ রিফান্ড করা হবে।

ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে। বাংলাদেশি তারকাদের নিয়ে জমকালো সেই আয়োজনে প্রতিশ্রুতি দেওয়া হয়, বিশ্বজুড়ে দর্শকের কাছে বাংলাদেশি কনটেন্ট হাতের মুঠোয় পৌঁছে দেবে তারা।