বান্নাহর পরিচালনায় নাটকে রাফসান, অন্তর্জালে আলোচনা
জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর হাত ধরে টিভি নাটকে নাম লিখিয়ে খ্যাতি পেয়েছেন এমন অভিনেতার সংখ্যা নেহাত কম নয়। তারুণ প্রতিভাবানদের সুযোগ দিয়ে আলোচিত এই নির্মাতা এবার ‘রাফসান দ্য ছোটভাই’-খ্যাত ফুড ব্লগার ইফতেখার রাফসানকে নিয়ে নির্মাণ করেছেন ‘দ্য টিচার’ শিরোনামের একটি নাটক।
বেয়াড়া এক ছাত্র ও শিক্ষকের গল্প নিয়ে নির্মিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। যাঁকে দেখা যাবে রাফসানের শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে। এ ছাড়া দেখা মিলবে রাশেদ আমরান, সাগর হুদা, জারিন খান রত্না ও অনামিকা ঐশীকে। রাজধানীর উত্তরাতে গেল মাসে ১৯ ও ২০ জুন নাটকটির শুট শেষ হয়েছে।
‘দ্য টিচার’ নাটকটি পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ নিজেই। গল্প প্রসঙ্গে তাঁর ভাষ্যটা এমন, ‘নাটকটির গল্প একজন ছাত্র ও শিক্ষকের। যেখানে ছাত্রটি বেয়াড়া, তাঁকেই বিভিন্ন উপায়ে পরিবর্তনের চেষ্টা করে শিক্ষক।’
অন্তর্জালে নাটকটির পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকে আলোচনা শুরু হয়েছে। প্রকাশের ২৪ ঘণ্টা না যেতেই নির্মাতার প্রোফাইলে এরই মধ্যে প্রায় সাড়ে চার লাখ দর্শক দেখেছেন ট্রেলারটি।
অন্তর্জালে আলোচনা প্রসঙ্গে এনটিভি অনলাইনকে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘নাটক নিয়ে আলোচনা-সমালোচনা ভালো লাগে। পোস্টার দেখেই প্রায় ৯৯ ভাগ দর্শক উত্তেজিত ছিল, বাকী যারা সমালোচনা করেছেন, তাঁরা এমনিতেই করে থাকেন। কাজ না দেখেই এমন সমালোচনা করেন।’
নির্মাতা আরও যুক্ত করেছেন, ‘পোস্টার প্রকাশের পর অনেকেই দেখলাম ইউটিউবার কেন নাটক করেছে, সেটা নিয়ে সমালোচনা করছেন, অথচ কোথাও লেখা নেই ইউটিউবার নাটক করতে পারবে না। ট্রেলার দেখে অনেকেই আবার রাফসানের প্রশংসা করছেন। আমি নির্মাতা হিসেবে বলব, অভিনয়ে দারুণ সম্ভাবনা আছে রাফসানের। প্রথম কাজে সে পরিশ্রম করেছে। এ ছাড়া সজল ভাই আমাদের দারুণ সাপোর্ট দিয়েছেন। বাকীরাও পরিশ্রম করেছে; দর্শক ভালো কিছু পাবে আশা করছি।’
আসন্ন ঈদুল আজহায় ঈদ আয়োজনে ‘দ্য টিচার’ নাটকটি এনটিভি ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।