বিতর্কিত টুইটের কারণে কেআরকে গ্রেপ্তার
বিতর্কিত টুইটের জন্য গ্রেপ্তার হয়েছেন কমল আর খান, যিনি নিজেকে চলচ্চিত্র সমালোচক দাবি করেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ২০২০ সালে একটি বিতর্কিত টুইটের জন্য তাঁকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের মালাদ পুলিশ। মুম্বাই বিমানবন্দর থেকে তাঁকে আটক করে বোরিভালি কোর্টে নিয়েছে পুলিশ।
২০২০ সালে ঋষি কাপুর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে অভিযোগ দাখিল করা হয়।
প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী এই কমল আর খান প্রায়ই নিজেকে চলচ্চিত্র সমালোচক দাবি করে বলিউড অভিনেতাদের কটাক্ষ করে থাকেন। নিজেও অভিনয় করেছেন সিনেমায়।