‘বেলা বোস’কে নিয়ে সিনেমা নির্মাণ করছেন অঞ্জন দত্ত
১৯৯৪ সাল, ২৪৪১১৩৯ নম্বরে ‘বেলা বোস’কে চাইলেন অঞ্জন দত্ত। এরপর এই বেলা বোস আর অঞ্জন দত্তকে ঘিরে বাঙালি ঘটিয়েছে এলাহি সব কাণ্ড। সেই বেলা বোসকে এবার সিনেমার পর্দায় নিয়ে আসছেন গানটির স্রষ্টা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘বেলা বোসের জন্য’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন অঞ্জন দত্ত। যেটি প্রযোজনা করবেন রানা সরকার; যিনি অঞ্জন দত্তের গানে চরিত্র রঞ্জনাকে নিয়ে ‘রঞ্জনা আমি আর আসব না’ সিনেমা প্রযোজনা করেছিলেন। তবে বেলা বোসের চরিত্রে কে থাকছেন তা এখনও জানা যায়নি।
সিনেমাটি প্রসঙ্গে অঞ্জন দত্তের ভাষ্য, ‘গানে এতদিন বেলাকে যেমন জেনে এসেছেন শ্রোতারা, সিনেমাতে বেলা সেরকম ন্যাকা নয়। সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তুলে আনা হবে বেলাকে। সিনেমায় টেলিফোন থাকবে, প্রেমও থাকবে; তবে তা নতুন মোড়কে।’
ভারতের খ্যাতিমান সঙ্গীতশিল্পী, অভিনেতা এবং পরিচালক অঞ্জন দত্ত আরও জানিয়েছেন, ‘ভীষণ কঠিন! তবে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। ৬৬ বছর বয়সে এসেও যে এই চ্যালেঞ্জটা নিতে পারছি, তার কারণ রানা সঙ্গে আছে বলেই।’