ভারতের প্রতিরক্ষাপ্রধানের মৃত্যুতে বলিউডজুড়ে শোক

Looks like you've blocked notifications!
জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। ছবি : সংগৃহীত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল মারা গেছেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। একসঙ্গে এত মহামূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের সাগরে ভাসছে ভারত। শোকবার্তা জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। শোকে স্তব্ধ বলিউডও।

টাইমস অব ইন্ডিয়ার খবর, বলিউড সুপারস্টার সালমান খান থেকে অজয় দেবগন—অনেকেই সামাজিক পাতায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

টুইটারে হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন সুপারস্টার সালমান খান। জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রীসহ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে তোলা পুরোনো বেশ কিছু ছবি শেয়ার করে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের গভীর শোক প্রকাশ করেছেন। বলেছেন, একাধিকবার তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় সৌভাগ্যবান তিনি।

এ ছাড়া কঙ্গনা রনৌত, অজয় দেবগন, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল, করণ জোহর, বিবেক ওবেরয়, মালাইকা অরোরা, কারিনা কাপুর খান, কুনাল কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, তামান্না ভাটিয়া, চিত্রাঙ্গদা সিং, লতা মঙ্গেশকর, অনিল কাপুর, সোনু সুদ, ভূমি পেড়নেকার, নিমরাত কৌর, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, রবি কিষানসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে বিপিন রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি হলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। গুরুতর দগ্ধ হওয়া বরুণ সিংকে তালিমানাড়ুর ওয়েলিংটন সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ ভি ফাইভ মডেলের হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়।