মাদককাণ্ড থেকে মুক্তির পর এবার মদের ব্যবসায় শাহরুখপুত্র

Looks like you've blocked notifications!
আরিয়ান খান। ছবি : সংগৃহীত

আলোচিত মাদককাণ্ডে বেকসুর খালাস পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। এবার মদের ব্যবসায় নামছেন এই স্টারকিড।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে বলছে, মদের একটি নিজস্ব ব্র্যান্ড (প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড) চালু করার পরিকল্পনা করছেন আরিয়ান। এজন্য বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিও সেরেছেন তিনি। স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি মদ কোম্পানিও খুলেছেন।

বাজারজাতের লক্ষ্যে বৃহত্তম মদ প্রস্তুতকারী সংস্থা এবি ইনবেভের সঙ্গে চুক্তি করেছেন তাঁরা। অ্যালকোহলের পাশাপাশি নন-অ্যালকোহলিক পানীয়, পোশাক এবং আনুষাঙ্গিক জিনিসপত্রও রাখবে তাঁরা।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে আরিয়ান বলেন, ‘বর্তমানে এ ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর সেটাই আমাদের সুযোগ। ব্যবসা মানেই নতুন সব সুযোগের খোঁজ।’

২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। নিম্ন আদালত বারবার তাঁর জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে বোম্বে হাইকোর্ট জামিন দেন আরিয়ানকে। ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান।