মৌসুমীর জোড়া সিনেমা : ১৯ হলে ‘ভাঙন’, ‘দেশান্তর’ দুই

Looks like you've blocked notifications!
সিনেমা দুটির পোস্টার। ছবি : সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (১১ নভেম্বর) নতুন দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘ভাঙন’ ও ‘দেশান্তর’ শিরোনামে এই দুই সিনেমায় অভিনয় করেছেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমীকে। সিনেমা দুটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়ে নির্মিত হয়েছে। 

‘ভাঙন’ সিনেমা মুক্তি পেয়েছে দেশের ১৯টি হলে আর ‘দেশান্তর’ মাত্র দুটিতে।
 
একদিনে দুই ছবি মুক্তির বিষয়ে মৌসুমী বলেছেন, “ভাঙন’ আসার কথা ছিলো ৪ নভেম্বর, আর ‘দেশান্তর’র ১১ নভেম্বর। কিন্তু কোনও কারণে সেটা হয়নি। এখন একসঙ্গেই মুক্তি পাচ্ছে দুটো। কাকতালীয়ভাবে ঘটনাটা হয়ে গেছে। আমি এখন কোনটা রেখে কোনটা বলবো। দুইটা ছবিই আমার কাছে প্রিয়। দুইটার প্রতিই আমার মায়া সমানভাবে কাজ করছে।”

নিজের ছোট গল্প অবলম্বনে ‘ভাঙন’ নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। এতে মৌসুমীর সঙ্গে আছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, মির্জা আফরিন, হিমেল রাজ, মিশু চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, রাশেদা চৌধুরী প্রমুখ। 

অন্যদিকে ‘দেশান্তর’ বানিয়েছেন আশুতোষ সুজন। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন এই নির্মাতা। এটি মুক্তি পেয়েছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এবং পুরান ঢাকার লায়ন সিনেমাসে।
 
আশুতোষ সুজন জানালেন, ‘দেশান্তর’ তার দুই বছরের জার্নি। অবশেষে সেটার সমাপ্তি হলো। সেই সঙ্গে নতুন এক সূচনাও হয়েছে, নির্মাতা হিসেবে বড় পর্দায় তার অভিষেক।

দেশভাগ, দেশপ্রেম এবং প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘দেশান্তর’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আহমেদ রুবেল, ইয়াশ রোহান, রোদেলা টাপুর, মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী প্রমুখ।