রবীন্দ্রনাথের গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা মঙ্গলজনক : নোবেল
আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমের রবীন্দ্রসঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
গেল বুধবার তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট ডেকে বিকৃত সুরে গান না করাসহ বেশ কিছু বিষয় না করার জন্য মুচলেকা নিয়েছে।
এরপর হিরো আলম এখন থেকে রবীন্দ্র, নজরুল ও পল্লী গীতি গাইবেন না বলে ঘোষণা দিয়েছেন। যদিও তিনি মনে করেন তাকে গান গাইতে নিষেধ করে তাঁর ‘ব্যক্তিগত স্বাধীনতায়’ হস্তক্ষেপ করা হয়েছে।
এই ইস্যুতে এবার মন্তব্য করেছেন সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেল। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে এই গায়ক মন্তব্য করেছেন, রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাঁদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না।
স্ট্যাটাসে রবীন্দ্রনাথ এ দেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি মন্তব্য করে নোবেল লিখেছেন, ‘যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।’
ক্যারিয়ারের শুরু থেকে নিজের কোনও গান প্রকাশ হওয়ার আগে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।