‘শাকিব ৩০০ টাকার স্ট্যাম্প নিয়ে এসেছিলেন, কোনো মীমাংসা হয়নি’

Looks like you've blocked notifications!
শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ। ছবি : ফেসবুক থেকে নেওয়া

অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক যে অভিযোগ এনেছেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ, তা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন চিত্রনায়ক শাকিব। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে ওই প্রযোজকের সঙ্গে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বৈঠকে বসেছিলেন নায়ক। তবে এখনও নিজের অবস্থানে অনড় এই প্রযোজক। 

প্রযোজক রহমত উল্লাহ শাকিবের সঙ্গে বৈঠকের ব্যাপারে গণমাধ্যমকে বলেছেন, ‘অপু বিশ্বাস আমাকে বারবার ফোন করেন বিষয়টি মীমাংসার জন্য। তিনি শাকিব খানের সঙ্গে আমাকে দেখা করার জন্য অনুরোধ করেন। আমি পরিষ্কার বলেছিলাম আমার সঙ্গে দেখা করতে হলে শাকিব যেন আসে।  অপু কিছুক্ষণ পর শাকিবকে নিয়ে আসে।’

বৈঠকে সমস্যার সমাধান হয়েছে কি না এমন প্রশ্নে প্রযোজক বলছেন, একটি তিনশো টাকার স্ট্যাম্প নিয়ে এসেছিলেন শাকিব। সেখানে শাকিব সাইন করে দিতে চেয়েছে বারবার এই মর্মে যে, তিনি আমার সিনেমার কাজ শিগগিরই শেষ করে দেবেন। আমি কোনো সাইন নেইনি। কোনো মীমাংসাও হয়নি। শাকিব আবারও আমার সঙ্গে বসতে চেয়েছে আমি বসব। সবকিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি। শাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।’

বৈঠকে শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ। ছবি : ফেসবুক থেকে নেওয়া

এর আগে বুধবার (১৫ মার্চ) বিকালে শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের অভিযোগ করে চলচ্চিত্রের তিন সমিতির কাছে লিখিত অভিযোগ জমা দেন প্রযোজক রহমত উল্লাহ।

যদিও এসব অভিযোগ প্রসঙ্গে এখনও কোন বক্তব্য দেননি শাকিব খান। 

‘অপারেশন অগ্নিপথ’ ছবির পরিচালনা করছিলেন আশিকুর রহমান। এতে শাকিবের নায়িকা হিসেবে যুক্ত হয়েছিলেন সিবা আলী খান।