সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই
করোনায় আক্রান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফরিদ আহমেদের ছোট মেয়ে লিয়ানা ফরিদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ফরিদ আহমেদের শারীরিক অবস্থা খারাপ হলে শনিবার মধ্যরাতে তাঁকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
গিটারবাদক হিসেবে যাত্রা শুরু করলেও ফরিদ আহমদে পরবর্তীতে সংগীত পরিচালনায় মন দেন। নূর হোসেন বলাইয়ের ‘নিষ্পত্তি’ সিনেমার মাধ্যমে সংগীত পরিচালকের ক্যারিয়ার শুরু করা ফরিদ ২০১৭ সালে ‘তুমি রবে নীরবে’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
তাঁর সুর করা আলোচিত গানের তালিকায় আছে ‘ইত্যাদি’ টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার কণ্ঠে ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহিনে’সহ বেশ কয়েকটি গান।