সংলাপে আপত্তি : নেটফ্লিক্সকে চিঠি পাঠাল বিজিএমইএ

Looks like you've blocked notifications!
সিনেমাটির পোস্টার। ছবি : সংগৃহীত

নেটফ্লিক্সে গত ৩০ জুলাই মুক্তি পাওয়া ফরাসি চলচ্চিত্র ‘দ্য লাস্ট মার্সেনারি’-তে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যবিরোধী প্রচারণার অভিযোগ উঠেছে।

ডেভিড শ্যারন পরিচালিত ও ভ্যান ড্যাম অভিনীত সিনেমাটির সেই সংলাপ নিয়ে আপত্তি জানিয়ে তা প্রত্যাহারের জন্য নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টেড অ্যান্থনি স্যারান্ডেসকে চিঠি দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

১১২ মিনিটের সিনেমাটিতে একটি সংলাপ ছিল এমন, ‘ইয়েস, বুলেটপ্রুফ ট্যাক্সেডো, মেড ইন ফ্রান্স। আই উড বি ডেড ইফ ইট ওয়্যার বাংলাদেশ (বুলেটপ্রুফ পোশাকটি ফ্রান্সে তৈরি। যদি এটি বাংলাদেশে তৈরি হতো, তবে হয়তো মরেই যেতাম)।’

সংলাপটি ওই সিনেমাটি থেকে বাদ দিতে নেটফ্লিক্সের সিইওকে অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। একই সঙ্গে যত দিন সেটি করা না হবে, তত দিন চলচ্চিত্রটি প্রচার বন্ধ রাখার দাবি করেছেন তিনি।

বিজিএমইএ কর্তৃপক্ষ জানিয়েছে, নেটফ্লিক্সের সিইওর পাশাপাশি সিনেমাটির পরিচালক ডেভিড শ্যারন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রসচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন তাঁরা।