‘সর্বাত্মক লকডাউনে’ চাইলে শুটিং করা যাবে

Looks like you've blocked notifications!
শুটিংয়ের দৃশ্য। ছবি : এনটিভি অনলাইন

দেশের করোনা-পরিস্থিতি বিবেচনায় ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নাটক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো জানিয়েছে, এই সময়ে জরুরি প্রয়োজনে স্বল্প পরিসরে ছয় শর্তে টিভি নাটকের শুটিং করা যাবে। নিয়ম মেনে সিনেমার শুটিং করতে কোনো বাধা নেই। যদিও এই সময়ে বন্ধ থাকবে দেশের সব সিনেমা হল।

গত ১০ এপ্রিল শুটিং বন্ধ রাখার ইঙ্গিত দিয়ে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘আমরা শুটিং বন্ধের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, মিটিং করছি সবার সঙ্গে। ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জানাব।’

নাটকের শুটিংয়ের বিষয়ে গতকাল মঙ্গলবার রাতে টিভি নাটকের পাঁচ সংগঠন এক যৌথ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লকডাউনে সকল প্রকার চিত্রধারণের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখার ব্যাপারে আন্তঃসংগঠন একমত পোষণ করলেও জরুরি প্রয়োজনে স্বল্প পরিসরে ছয় শর্তে টিভি নাটকের শুটিং করতে পারবেন প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা।

আর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনে কেউ যদি শুটিং করতে চান তাহলে সংগঠনের কোনও আপত্তি নেই।