সাফার বাসায় ভাড়া থাকছেন তৌসিফ, কেন?

Looks like you've blocked notifications!
নাটকটির দৃশ্য। ছবি : সংগৃহীত

এই শহরে খেটে খাওয়া ব্যাচেলরদের বাসা পাওয়া যেমন চ্যালেঞ্জ, তেমনই ভালোবাসা পাওয়াটাও! আর এই দুটো ইস্যুতেই দারুণ সব বিপদে পড়ছেন এই গল্পের নায়ক তাসিন। যিনি এই শহরে ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন উদয়-অস্ত।

এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তাঁর বিপরীতে বাড়িওয়ালার মেয়ের চরিত্রে আছেন সাফা কবির। আর তাঁদের নিয়ে এই গল্পটি রচনা ও নির্মাণ করেছেন হাসিন হোসাইন রাখি। নাটকের নাম ‘পিছলা’।   সিনেমাটোগ্রাফিতে ছিলেন হাসান জুয়েল।

‘পিছলা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফরহাত বাবু, আমানুল হক হেলাল, পাপিয়া প্রমুখ।

নির্মাতার ভাষ্যে, ‘নাটকের গল্পটি বেশ মজার। সঙ্গে থাকছে নাগরিক বাস্তবতাও। বিশেষ করে ব্যাচেলর জীবনের নানা ঘটনা উঠে আসবে এতে। আশা করছি, দর্শক নিজেদের জীবনের গল্পের সঙ্গে মেলাতে পারবেন।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ‘পিছলা’ উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।