সালমানকে হত্যা করতে কেনা হয়েছিল ৪ লাখের রাইফেল

Looks like you've blocked notifications!
বলিউড সুপারস্টার সালমান খান। ছবি : সংগৃহীত

ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালেকে চলতি বছরের মে মাসে হত্যার পরপরই বলিউড ভাইজান সালমান খানের নিরাপত্তা বৃদ্ধি করেছিল মুম্বাই পুলিশ। কারণ, এই গায়ককে হত্যার দায় স্বীকার করা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ২০১৮ সালে প্রকাশ্যে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন।

নিরাপত্তা বৃদ্ধির মাঝেই সালমান খান ও তাঁর বাবা সেলিম খান হত্যার হুমকি পেয়েছেন। এসব কারণে এবারের ঈদে ভক্তদের সঙ্গে দেখা করেননি ভাইজান। গুঞ্জন আছে, চলাচল করছেন বিশেষ নিরাপত্তা নিয়ে।

বলিউড হাঙ্গামার খবর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ২০১৮ সালে তিনি দূর থেকে সালমান খানকে হত্যার জন্য চার লাখ রুপির আরকে স্প্রিং রাইফেল সংগ্রহ করেছিলেন। অভিনেতাকে হত্যার জন্য একজনকে নির্দেশও দিয়েছিলেন তিনি, তবে নিরাপত্তা জোরদার হওয়ায় তা সম্ভব হয়নি।

১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান। সেই ঘটনার প্রতিশোধ নিতেই বলিউড ভাইজানকে খুন করতে চেয়েছিলেন লরেন্স।