সাড়ে ৩ কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত ‘বুকের বাঁ পাশে’

Looks like you've blocked notifications!

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে টেলিফিল্ম  ‘বুকের বাঁ পাশে’ প্রচার হয়েছিল ২০১৮ সালের ঈদুল ফিতরে। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত টেলিফিল্মটি সম্প্রতি এনটিভির ইউটিউব চ্যানেলে সাড়ে তিন কোটির বেশি ভিউ হয়েছে, যা এনটিভির ইউটিউবে প্রচারিত নাটকের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। মুক্তির এতদিন পরও দর্শকের এমন ভালোবাসায় মুগ্ধ টেলিফিল্মটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান।

আরিয়ান বলছেন, নাটকে মাইলফলক স্থাপন করল ‘বুকের বাঁ পাশে’, এটিই বাংলা নাটকের ইতিহাসে দ্বিতীয় হিসেবে সাড়ে তিন কোটি ভিউ অতিক্রম করল। প্রথমটি ‘বড় ছেলে’। সেটিও নির্মাণ করেছেন এই নির্মাতা।

এমন অর্জনের পর এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় আরিয়ান বললেন, ‘অনুভূতি অবশ্যই ভালো। একটা নাটক, একটা কনটেন্ট কেন বানানো হয়; দর্শক দেখবে, দর্শকের জন্য বানানো হয়। তো যত সংখ্যক বেশি দর্শক দেখতে পারবে, ততই ভালো লাগা কাজ করে। নতুন একটা মাইলফলক অর্জন করল, অবশ্যই ভালো লাগছে।’

নাটকের গল্পে দেখানো হয়েছে—ফারিনের সাথে রাশেদের প্রথম দেখা ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময়। পাশাপাশি সিট তাদের। এক সময় পরিচয় হয় ওদের। আদনানের আগেই নামবে ফারিন। হাত মিলিয়ে ফোন নম্বর বিনিময় করে চলে যায় ফারিন। আদনান নিজের সেই হাতটা বুকের বাঁ পাশে রেখে মৃদু হাসে। দুজন চলে যায় যার যার বাড়িতে।
 
এর পর আদনান অপেক্ষা করে ফারিনের ফোনের। দুদিন পর আসে সেই কাঙ্ক্ষিত ফোনকল। এক সময় ফারিনকে নিয়ে নিজের বাড়িতে আসে আদনান। ওদের আন্তরিকতায় ফারিনও মুগ্ধ। এক সময় আদনানকেও ফারিন নিয়ে আসে ওদের বাড়িতে। পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে। ফারিনের বাবা আদনানের ওপর ভরসা করে। ওকে জানায়, সামনেই ফারিনের বিয়ে। আদনান যেন বিয়ের সময় ওদের পাশে থেকে সহযোগিতা করে। হতবাক হয়ে বুকের বাঁ পাশে হাত রেখে চলে আসে আদনান। নাটকের বাকি গল্প দেখুন এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।