সেরা পপ সঙ্গীত শিল্পীর পুরস্কার পেলেন মেহরীন

Looks like you've blocked notifications!
কণ্ঠশিল্পী মেহরীন। ছবি : সংগৃহীত

দেশের পপ সঙ্গীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সেরা পপ সঙ্গীত শিল্পীর পুরস্কার পেয়েছেন নন্দিত মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পী মেহরীন। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এই পুরস্কার দিয়েছে তাঁকে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহরীনের হাতে এই পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নাগরিক ঢাকা’ এর প্রেসিডেন্ট এম নাঈম হোসেন।   

মেহরীন ১৯৯৪ সালে তাঁর কর্মজীবন শুরু করেন এবং প্রথম অ্যালবাম ‘আনারি’ ২০০০ সালে প্রকাশিত হয়।