স্বামীর কবরে সমাহিত হবেন শর্মিলী আহমেদ

Looks like you've blocked notifications!
অভিনেত্রী শর্মিলী আহমেদ। ছবি : সংগৃহীত

প্রখ্যাত টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদের জানাজা রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বাদ আসর। এরপর বনানী কবরস্থানে স্বামীর কবরে শর্মিলী আহমেদ সমাহিত হবেন। বর্তমানে অভিনেত্রীর মরদেহ তাঁর উত্তরার বাসভবনে নেওয়া হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন অভিনেত্রীর বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি।

আজ শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসায় মৃত্যু হয়েছে শর্মিলী আহমেদের। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি সর্বশেষ ২৯ নম্বর কেমো দেওয়া হয়।

শর্মিলী আহমেদ ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন। অভিনয়কে পেশা হিসেবে শুরু করেন ১৯৬৪ সালে। তারও আগে ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তাঁর ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘দম্পতি’তে কাজ করেছেন।

১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে প্রথম বারের মতো মায়ের ভূমিকা পালন করেছিলেন। মূলত এরপর থেকে নাটক ও সিনেমায় শর্মিলী আহমেদ হয়ে ওঠেন তারকাদের অলিখিত মা।