১৭৫ কোটির সিনেমা তিন দিনে কত আয় করল?
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত পিরিয়ড-ড্রামা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। মুক্তির দিনে প্রত্যাশার চেয়েও বক্স অফিসে ভালো সংগ্রহ করেছে সিনেমাটি।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, মুক্তির তৃতীয় আর সাপ্তাহিক ছুটির দিনে গতকাল রোববার আগের দিনের চেয়ে ভালো সংগ্রহ করেছে। শনিবারের চেয়ে সংগ্রহ বেড়েছে ১৭ শতাংশ। বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাস, গতকাল ১৫ থেকে ১৫.৬ কোটি রুপি সংগ্রহ করেছে আলিয়া ভাট অভিনীত এ সিনেমা।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিনে ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ সংগ্রহ করেছে ৩৯ কোটি রুপির বেশি। সবার চোখ সোমবারের দিকে, অর্থাৎ আজ কেমন সংগ্রহ করবে, তার ওপর নির্ভর করবে অনেক কিছু। সোমবার থেকে বৃহস্পতিবারের সংগ্রহের ওপর নির্ভর করবে সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল না ব্যর্থ হবে।
বলিউড হাঙ্গামা বলছে, ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’র বাজেট ১৭৫ থেকে ১৮০ কোটির রুপি। এরই মধ্যে সিনেমাটি স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বেচে ১০০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। ব্রেক ইভেন্ট পয়েন্টে পৌঁছাতে সিনেমাটিকে প্রেক্ষাগৃহ থেকে সংগ্রহ করতে হবে ৬৫ কোটি রুপি। অর্থাৎ ভারতের বক্স অফিসে নেট ১০০ কোটি সংগ্রহ করলেই সিনেমাটি হিট বলে গণ্য হবে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ডিভা আলিয়া ভাট।