৩৩ বছরে চলে গেলেন কণ্ঠশিল্পী টম পার্কার

Looks like you've blocked notifications!
সস্ত্রীক ব্রিটিশ গায়ক টম পার্কার। ছবি : সংগৃহীত

মাত্র ৩৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ‘দ্য ওয়ান্টেড’খ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী টম পার্কার। গত কয়েক মাস ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন প্রতিভাবান এই শিল্পী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আরও জানিয়েছে, ২০২০ সালের অক্টোবরে ভক্তদের এই গায়ক তাঁর টিউমারের কথা বলেছিলেন।

ইনস্টাগ্রামে টমের স্ত্রী কেলসি হার্ডউইক লিখেছেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে। টম ছিল আমাদের পৃথিবীর কেন্দ্র। তাঁর অমলিন হাসি আর সাহসী উপস্থিতি ছাড়া আমরা জীবন কল্পনাই করতে পারি না।’ এ যুগলের ঘরে দুই সন্তান রয়েছে।

বুধবার (৩০ মার্চ) পরিবার ও ব্যান্ডের অন্য সব সদস্যদের উপস্থিতিতে মারা যান টম পার্কার। তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ব্রিটিশ-আইরিশ বয় ব্যান্ড ‘দ্য ওয়ান্টেড’।

ব্যান্ডের অপর সদস্য ম্যাক্স জর্জ ও সিবা কেনেসরন, ন্যাথান স্কাইসরা জানিয়েছেন, ‘এই অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ, টম আমাদের ভাই ছিল... শব্দ দিয়ে এই শূন্যতা বাখ্যা করা সম্ভব নয়। আমাদের মনের পরিস্থিতি বলে বোঝাতে পারব না... টম আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে।’

১৯৮৮ সালের ৪ আগস্ট যুক্তরাজ্যের বোল্টনে জন্মগ্রহণ করেন টম পার্কার। পুরো নাম থমাজ অ্যান্থনি পার্কার। তাঁর দুই সন্তান বোধি থমাস ও প্যারিস পার্কার।

টম পার্কারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।