বক্স অফিস

৪৭ লাখ টিকেট বেচে আয় ৭৫ কোটি!

Looks like you've blocked notifications!
বলিউডের হালের সেনসেশন কার্তিক আরিয়ান। ছবি : ইনস্টাগ্রাম থেকে

এ বছর নিশ্চিত কার্তিকের সুসময়। তা না হলে অক্ষয় কুমার, আলিয়া ভাটদের মতো তারকাদের সিনেমাকে বক্স অফিসে পেছনে ফেলেন? সেটা করে দেখিয়েছেন কার্তিক আরিয়ান। মুক্তির পাঁচ দিনে বক্স অফিসে ৭৫ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।

২০ মে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া টু’। একই দিনে মুক্তি পায় কঙ্গনা রনৌত অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ধাকাড়’। তবে বক্স অফিসে কার্তিকের তুফানে উড়ে গেছে কঙ্গনার সিনেমা।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার প্রতিবেদন, বাণিজ্য পূর্বাভাস অনুযায়ী মুক্তির পঞ্চম দিনে গতকাল মঙ্গলবার কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’ বক্স অফিসে সংগ্রহ করেছে ৯.২৫ থেকে ১০.০০ কোটি রুপি। সেই হিসাবে পাঁচ দিনের সংগ্রহ দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপি।

বলিউড হাঙ্গামা বলছে, কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’ প্রথম সপ্তাহ শেষ করতে পারে ৯০ কোটি রুপি দিয়ে। এর মানে দাঁড়ায় ১০০ কোটির ক্লাবে পৌঁছাবে মুক্তির নবম দিনে। পোর্টালটির বাণিজ্য পূর্বাভাস, আনিস বাজমি পরিচালিত এ সিনেমা ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে এবং লাইফটাইম কালেকশন হতে পারে প্রায় ১৭৫ কোটি রুপি।

পিঙ্কভিলার প্রতিবেদন জানাচ্ছে, মুক্তির পাঁচ দিনে কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’ বক্স অফিসে সংগ্রহ করেছে ৭৫.১০-৭৫.৩৫ কোটি রুপি। পাঁচ দিনে প্রেক্ষাগৃহগুলো বিক্রি করেছে ৪৭ লাখ টিকেট। পোর্টালটি বলছে, এই সপ্তাহান্তে সিনেমাটি নেট ১০০ কোটি রুপি সংগ্রহ করবে।

‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় কার্তিক আরিয়ান ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও টাবু। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেছেন আনিস বাজমি।