৫ সিনেমা হলে ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘ভাগ্য’ ২১

Looks like you've blocked notifications!
সিনেমাটির দুটির পোস্টার। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

সারা দেশে আজ (৩ ফেব্রুয়ারি) শুক্রবার মুক্তি পাচ্ছে দুটি সিনেমা; প্রদীপ ঘোষ পরিচালিত ‘বীরকন্যা প্রীতিলতা’, অন্যটি মাহবুবুর রশিদের ‘ভাগ্য’।

ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি মুক্তি পাচ্ছে সারা দেশের পাঁচটি সিনেপ্লেক্সে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে। সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ।

এতে প্রীতিলতা চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু। নির্মাতা প্রদীপ বলেন, ‘এ সিনেমা শুধু দেশের কথাই বলবে না, এটি দেশের ইতিহাসের অনেক অজানা বিষয় তুলে আনবে।’

আর সত্য ঘটনার ছায়া অবলম্বনে মাহবুবুর রশিদের পরিচালনা, সংলাপ ও চিত্রনাট্যে তৈরি সিনেমা ‘ভাগ্য’। নিপুণ ও মুন্না অভিনীত ‘ভাগ্য’ ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চিত্রামহল, আনন্দ, গীত, বিজিবি সিনেমা হলসহ দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

নিপুণ বলেছেন, ‘দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে ছবি এটি। তাই এটি দর্শকদের ভালো লাগবে। এমন গল্পের ছবি দর্শকরা দেখে বিনোদন পাবেন।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ।