আমির খান কেন ‘কুংফু ইয়োগা’তে কাজ করেননি?

বলিউডের সেরা অভিনেতা হিসেবে আমির খান সারা বিশ্বেই বেশ জনপ্রিয়। এ কারণে হংকংয়ের চলচ্চিত্র নির্মাতা স্ট্যানলি টং তাঁর ‘কুংফু ইয়োগা’ ছবির একটি বিশেষ চরিত্রে আমির খানকে দিয়ে অভিনয় করাতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত এমনটা আর হয়নি। কারণ, আমির খান তখন প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। কেন আমির খান এই ছবিতে অভিনয় করেননি, তার খোলাসা করলেন পরিচালক নিজেই। এমন খবরই প্রকাশিত হয়েছে ডিএনএ ইন্ডিয়া ওয়েবসাইটে।
একটি সাক্ষাৎকারে স্ট্যানলি টং বলেন, “আমি আমির খানকে খুবই পছন্দ করি। আমরা যখন ‘কুংফু ইয়োগা’ ছবিটির শুটিং করছিলাম, তখন আমির তাঁর নিজের ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। আমির তখন ‘দঙ্গল’-এর শুটিং করছিলেন, আমি এখনো এই ছবি দেখতে পারিনি। কিন্তু আমি অবশ্যই দেখতে চাই। ভবিষ্যতে আমিরের জন্য যদি এমন কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই আমি তাঁর সঙ্গে কাজ করব।”
‘কুংফু ইয়োগা’ ছবির মূল আকর্ষণ হলো আন্তর্জাতিক অ্যাকশন ও কমেডি হিরো জ্যাকি চ্যান। ভারত ও চীনের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। এই ছবিতে আরো অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী দিশা পাটানি ও আমিরা দস্তুর।
ছবিটি মূলত অ্যাকশন ও অ্যাডভেঞ্চারনির্ভর হলেও এতে রয়েছে কমেডির ছোঁয়া। আগামীকাল ২৮ জানুয়ারি চীনে ও ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে ছবিটি।