দ্বিতীয় দিনে ‘রইস’কে চমক দিল ‘কাবিল’!
বিশাল বাজেট আর বক্স অফিসের সংঘাত। বলিউডপাড়ায় এখন শাহরুখের ‘রইস’ বনাম হৃতিকের ‘কাবিল’ নিয়ে যে দ্বন্দ্ব, তা সহজে মিটে যাওয়ার নয়। তবে প্রথম দিনে ‘রইস’-এর বাজিমাতে যাঁরা ‘কাবিল’কে নিয়ে অনুমিত দীর্ঘশ্বাস ফেলেছিলেন, তাঁদের জন্য চমক। পারফরমেন্সও যে অনেক কিছু বদলে দিতে পারে, সঞ্জয় গুপ্তর থ্রিলার ছবিটি এমনই প্রতিশ্রুতি দিয়েছে গতকাল।
আয়ের দিক থেকে ‘কাবিল’-এর চেয়ে এগিয়ে আছে ‘রইস’। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ধরে রেখেছে সিনেমা হল। মুক্তির প্রথম দিনে এটি আয় করেছে ২০ কোটি ২২ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় করেছে ২৬ কোটি ৩০ লাখ রুপি, জানা গেল তরণ আদর্শের টুইটে। বক্স অফিসের খতিয়ানে দ্বিতীয় দিন যে কতটা গুরুত্বপূর্ণ, তা তো বলার অপেক্ষা রাখে না। রাহুল ঢোলাকিয়ার এই ক্রাইম থ্রিলার ৩০ শতাংশ আয় বৃদ্ধির মাধ্যমে নিশ্চিত করেছে সাফল্যের বিষয়ে।
‘রইস’-এর এই অনুমিত সাফল্যের মতো প্রথম দিনে ‘কাবিল’ যে তেমন ব্যবসা করতে পারবে না, এমনটাই হওয়ার কথা ছিল। হয়েছেও তাই। ‘কাবিল’ আয় করেছে ১০ কোটি ৪৩ লাখ রুপি, যা কিনা ‘রইস’-এর তুলনায় অর্ধেক। ছবির নির্মাতা রাকেশ রোশন এই একই দিনে ছবি মুক্তির পাশাপাশি হল পাওয়ার বিষয়টি নিয়েও সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তবে দ্বিতীয় দিনে ‘কাবিল’ চমক দিয়েছে প্রায় ৮০ শতাংশ আয় বৃদ্ধির মাধ্যমে। অতুল মোহনের টুইট থেকে জানা গেল, ১৮ কোটি ৬৭ লাখ রুপি আয় করেছে এই ছবিটি। সেই হিসেবে, আয়ের পরিমাণে টেক্কা দিতে না পারলেও আয়ের হার বৃদ্ধিতে ‘রইস’কে দ্বিতীয় দিনে বড় ব্যবধানে পেছনে ফেলেছে ‘কাবিল’।
একদিকে ‘রইস’ পাচ্ছে বাণিজ্যিক সাফল্য, অন্যদিকে ‘কাবিল’ পাচ্ছে পারফরমেন্সের প্রশংসা। দ্বিতীয় দিনে ছবিটি আয়ের দিক থেকেও উন্নতি করেছে। সপ্তাহজুড়ে এই খেলা এখন কেমন জমে ওঠে, সেটিই দেখার বিষয়।