অস্কারে যাবেন না ইরানি চিত্রনির্মাতা আসগর ফরহাদি
বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে অস্কার অনুষ্ঠান বর্জন করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক তারকাই। খ্যাতনামা ইরানি পরিচালক আসগর ফরহাদি নাম লেখালেন সেই সব প্রতিবাদী ব্যক্তিত্বের সঙ্গে। আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্রেফ নিমন্ত্রণ নয়, শ্রেষ্ঠত্বের জন্য মনোনয়নও পেয়েছিলেন তিনি। তবে সেটি বর্জন করতে সময় নেননি এই নন্দিত পরিচালক। নিউইয়র্ক টাইমসের খবরে জানা গেল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধেই তাঁর এই প্রতিবাদ।
‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ ক্যাটাগরিতে আসন্ন অস্কার প্রতিযোগিতায় আসগর ফরহাদির ‘দ্য সেলসম্যান’ ছবিটি মনোনীত হয়েছে। তবে এক সুদীর্ঘ বিবৃতির মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, এই অনুষ্ঠানে অংশ নেবেন না তিনি, যদি না বেশ কিছু দেশের নাগরিকদের ভিসা আটকে দেওয়ার সিদ্ধান্তটি প্রত্যাহার না হয়।
এ বিষয়টি তিনি আরো স্পষ্ট করেন এভাবে— ইরান এবং অন্যান্য কিছু দেশের নাগরিকদের ভিসা নিষিদ্ধ করার সিদ্ধান্তটি যদি প্রত্যাহার ‘না’ করা হয়, তখন তিনি আর এই অনুষ্ঠানে অংশ নেবেন না। এমনকি তাঁর জন্য বিশেষ ব্যবস্থা আরোপ করা হলেও তিনি সেটি প্রত্যাখ্যান করবেন।
ফরহাদি নিউইয়র্ক টাইমসকে জানান, তিনি অস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি-পরিকল্পনা গুছিয়ে এনেছিলেন। হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ‘অন্যায্য’ সিদ্ধান্তে তিনি স্তম্ভিত। ‘এই ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত না হলে আমি আর যাব না, আমার জন্য আলাদা ব্যবস্থা করা হলেও যাব না’, বলেন তিনি।
আসগর ফরহাদির জন্ম ১৯৭২ সালে, ইরানে। ইরানি চলচ্চিত্রের জগতে তিনি শীর্ষস্থানীয় একজন বুদ্ধিবৃত্তিক নির্মাতা হিসেবে স্বীকৃত। ‘দ্য সেলসম্যান’ ছাড়াও ‘আ সেপারেশন’, ‘অ্যাবাউট এলি’, ‘দ্য পাস্ট’ ছবিগুলোর জন্য বিশ্ব চলচ্চিত্রের জগতে সুপরিচিত তিনি।