শুরু হচ্ছে ডিপজল-মৌসুমীর নতুন ছবির শুটিং
নতুন বছরের শুরু থেকেই বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল। চলতি মাসের ১৫ তারিখে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি, বিপরীতে থাকবেন মৌসুমী। সাভারের ডিপজলের শুটিং বাড়ি দিপু ভিলায় ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক। এর আগে এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ ছবিতে জুটি বেঁধেছিলেন ডিপজল-মৌসুমী।
মনতাজুর রহমান আকবর বলেন, ‘আগামী ১৫ তারিখ থেকে আমরা ছবির শুটিং শুরু করব। সাভারে ডিপজলের নিজস্ব শুটিং বাড়ি দিপু ভিলায় ছবির শুটিং করব। সেখানে টানা ১০ দিন শুটিং করার পর ঢাকার আশপাশে বেশ কয়েকটি লোকেশনে কাজ করব।’
ছবির গল্প নিয়ে আকবর বলেন, ‘অনেকেই ছবির নাম শুনে মনে করবেন, হয়তো কমেডি ধরনের ছবি হবে এটি। আসলে তা নয়, সামাজিক গল্পনির্ভর একটি ছবি হবে এটি। গল্পের মধ্যে সমাজের কিছু চিত্র তুলে ধরা হবে। আসলে চলচ্চিত্র তো মানুষের জীবনের গল্প বলে, আমরা সমাজের সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া গল্প নিয়ে ছবিটি নির্মাণ করব। সঙ্গে অ্যাকশন, রোমান্স, কমেডি সবই থাকবে।’
শিল্পীদের নিয়ে আকবর বলেন, ‘এই ছবিতে আমি জুটি বেঁধে কাজ করাচ্ছি মনোয়ার হোসেন ডিপজল ও নায়িকা মৌসুমীকে। দুজনের সঙ্গেই আমি একাধিক কাজ করেছি। সেই কাজগুলো দর্শক পছন্দ করেছেন। এবারই প্রথম তাঁদের দুজনকে এক ছবিতে নিয়ে কাজ করছি, যে কারণে আমার প্রত্যাশাটা একটু বেশি।’
দুজনকে কেমন চরিত্রে দেখা যাবে জানতে চাইলে আকবর বলেন, ‘স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দুজনকে। ছোট সাধারণ একটি পরিবারের গল্প তাঁদের দুজনকে কেন্দ্র করে। এর বেশি বলতে চাই না।’
ছবিতে ডিপজল-মৌসুমী ছাড়া অভিনয় করবেন নায়ক বাপ্পি। তার সঙ্গে নায়িকা হিসেবে কে অভিনয় করবেন, তা এখনো ঠিক করা হয়নি। দু-একদিনের মধ্যে নায়িকা ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিচালক মনতাজুর রহমান আকবর।