পাকিস্তানে ‘রইস’ প্রদর্শনের উপযুক্ত নয়!
শাহরুখ খানের ‘রইস’ পাকিস্তানে প্রদর্শনের জন্য উপযুক্ত নয় বলে ঘোষণা করেছে দেশটির চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। তবে দেশটিতে হৃতিক রোশনের ‘কাবিল’ প্রদর্শিত হচ্ছে বিনা বাধায়। এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে।
পাকিস্তানের সাংবাদিক ইউসরা আসকারি এ বিষয়ে টুইট করেন, “সূত্র বলছে, ‘রইস’ পাকিস্তানে দেখানোর অযোগ্য বলে ঘোষণা দেওয়া হয়েছে।”
অন্যদিকে, পাকিস্তানের আরেকজন সাংবাদিক নায়লা ইনায়াত এ বিষয়ে পরপর কয়েকটি টুইট করেন, ‘‘রইস’ মুক্তি নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ মনে করছে, এই ছবিতে মুসলমানদের নেতিবাচকভাবে দেখানো হয়েছে, যেখানে হিন্দুদের ভালো দেখানো হয়েছে।”
“এসআরকে একজন শিয়া মদ চোরাচালানকারীর চরিত্রে অভিনয় করেছেন, যা সেন্সর বোর্ডের সদস্যদের ভালো লাগেনি। তাঁরা মনে করছেন, ‘রইস’ ছবিতে অনেকগুলো রাষ্ট্রবিরোধী দৃশ্য রয়েছে।” নায়লা ইনায়াতের আরেকটি টুইট।
নায়লা টুইট করেন, “এদিকে চলচ্চিত্র সেন্সর বোর্ডের পুরো টিম আজ বৈঠক করে ‘রইস’-এর মুক্তির বিষয়ে চূড়ান্ত রায় দিয়েছেন।” নায়লার আরো একটি টুইট এমন, ‘আবার শুরু হয়ে গেল ইসলাম ও নির্দিষ্ট ধর্মের লোকদের খাটো করে দেখানো, মুসলমানরা অপরাধী, আসামি ও সন্ত্রাসী।’
পাকিস্তানে ‘রইস’ মুক্তি না পাওয়ায় হৃতিক রোশনের ‘কাবিল’ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসা করছে সেখানে। দুটো ছবিই গত ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায়। পাকিস্তানে ‘কাবিল’ মুক্তি পায় ৩ ফেব্রুয়ারি।
গত বছর ভারত-পাকিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা-পাল্টাহামলার ঘটনার পর পাকিস্তানে ভারতীয় সব ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আর পাকিস্তানি তারকা ও সংগীতশিল্পীদের নিজেদের ছবিতে না নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এরপর ‘কাবিল’ই প্রথম ছবি, যা পাকিস্তানে প্রদর্শনের জন্য অনুমতি পায়। এ সময় ‘রইস’ মুক্তি পাওয়ার ব্যাপারেও একটি সম্ভাবনা তৈরি হয়। তখন ঘোষণা করা হয়েছিল, ১০ ফেব্রুয়ারি পাকিস্তানে মুক্তি পাবে ‘রইস’, তবে শেষ পর্যন্ত সেটি আর হচ্ছে না।
‘রইস’ ছবিতে শাহরুখের বিপরীতে পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান অভিনয় করেছেন। ৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ছবির সাফল্যের সংবাদ সম্মেলনের ভিডিও কনফারেন্সে তিনি বলেন, “আপনি বুঝতে পারবেন না, আমরা কতটা চাই যে নিষেধাজ্ঞা না থাকুক। ‘রইস’ অনেক বড় ছবি এবং সবাই আমার কাছে এর মুক্তির বিষয়ে জানতে চেয়েছে। সবাই অপেক্ষা করেছে নিষেধাজ্ঞা ওঠার জন্য।”
১০ তারিখ ছবিটি মুক্তি পাবে ধরে নিয়ে তিনি তখন আরো বলেন, ‘ছবিটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে এবং পৃথিবীর অন্যান্য দেশের মতো এখানকার মানুষও ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছে। এটি পাকিস্তানেও সফল হবে।’
তবে মাহিরার মতো পাকিস্তানের আরো অনেক শাহরুখভক্তের আশায় গুড়ে বালি দিয়েছে দেশটির সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরা বলেছেন, ছবিটিতে মুসলমানদের নেতিবাচকভাবে দেখানো হয়েছে। শুধু বোর্ড কেন, পাকিস্তানের শিয়া ও সুন্নি সম্প্রদায়ের লোকজনও ছবিটিকে সোজাভাবে নেননি। ‘রইস’ ছবিতে শাহরুখ খান অভিনয় করেছেন গুজরাটের মাদক ব্যবসায়ী আবদুল লতিফের চরিত্রে। তিনি শিয়া সম্প্রদায়ের ছিলেন।
পাকিস্তানে ‘রইস’ মুক্তি না পাওয়ায় এটা নিশ্চিত যে, সঞ্জয় গুপ্তা পরিচালিত হৃতিক রোশনের ‘কাবিল’ বক্স-অফিসে এগিয়ে যাবে। পাকিস্তানে মুক্তি পাওয়ার পর ‘কাবিল’ দুই কোটি রুপি সংগ্রহ করেছে। আর ভারতের বক্স-অফিসে এখন ‘রইস’ ও ‘কাবিল’ কাছাকাছি রয়েছে।