তারকার বই ভাবনা
ইতিহাসের আরো বই পড়তে চান স্বাগতা
জনপ্রিয় অভিনয়শিল্পী জিনাত শানু স্বাগতা নিয়মিত বই পড়েন। একুশে গ্রন্থমেলা উপলক্ষে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজনে নিজের পড়া প্রিয় বই, বই নিয়ে মজার স্মৃতি ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন স্বাগতা।
প্রিয় বই : ছোটবেলা থেকে আমি এত বেশি বই পড়েছি যে আমার প্রিয় বই কোনটা, এটা বলা মুশকিল। এখনো কাজের ফাঁকে সব সময় আমি বই পড়ি। আমার পড়া প্রিয় বইগুলোর মধ্যে ‘বনফুলের গল্পসমগ্র’ অন্যতম।
প্রিয় লেখক : প্রিয় লেখকের তালিকা অনেক দীর্ঘ। সুকুমার রায়, হুমায়ূন আহমেদ, আনিসুল হক, সুমন্ত আসলাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার প্রমুখ।
এখন কী বই পড়ছেন : বর্তমানে জসীমউদদীনের লেখা ‘বাঙালির হাসির গল্প’ বইটা পড়ছি। বইটা এর আগেও বহুবার পড়েছি। যতবারই পড়ি, ততবারই ভালো লাগে।
সামনে কী বই পড়বেন : আমাদের দেশের ইতিহাসের ওপর লেখা অনেক বই পড়েছি আমি। আরো পড়তে চাই। নিজের দেশ ছাড়াও বিভিন্ন দেশের ইতিহাস জানার আগ্রহ আমার আছে। ভিন্ন দেশের ইতিহাসের ওপর লেখা অনেক বই শিগগির সংগ্রহ করব। এ ছাড়া চলচ্চিত্রবিষয়ক লেখা বইয়ের প্রতিও আমার আগ্রহ রয়েছে। এ বিষয়ে অনেক বই পড়েছি। সামনে আরো বই পড়তে চাই।
প্রথম বইমেলা যাওয়ার অভিজ্ঞতা : ছোটবেলায় বাপি কোলে করে আমাকে বইমেলায় নিয়ে গিয়েছিল। এই স্মৃতি এখন মনে করা কঠিন। ১৩ বছর বয়সে আমি ও আমার ছোট ভাই সন্ধি বইমেলায় গিয়ে বইও বিক্রি করেছি। ঘটনাটা খুলে বলি, সূচিপত্র কমিকস প্রকাশনায় বাপি আমাদের দুজনকে রেখে যেতেন। আমরা সেখানে বই বিক্রির কাজ করতাম। বই বিক্রি করে আমার দুজন কোনো পারিশ্রমিক পাইনি। কিন্তু বইমেলা শেষ হলে আমাদের অনেক বই উপহার দেওয়া হতো। সেই বই পেয়ে আমরা অনেক খুশি থাকতাম। বাংলাদেশ শিশু একাডেমির স্টলেও আমরা বই বিক্রির কাজ করেছি। বাপি আমাদের বইয়ের স্টলে রেখে যেতেন, যাতে আমরা বই পড়তে আগ্রহী হই। এখন এই স্মৃতিগুলো মনে পড়লে অনেক আনন্দ পাই এবং নস্টালজিক হই। প্রতিবারই আমি একুশে বইমেলায় বই কিনতে যাই। এবারও যাব। পছন্দের বইয়ের তালিকা এরই মধ্যে করেছি।