তারকার মজার তথ্য
ছোটবেলায় এলিয়েন ছিলেন স্বাগতা!
অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতাকে সবাই চঞ্চল প্রকৃতির মেয়ে হিসেবেই জানেন। সবার সঙ্গে সহজে মিশে যেতে পারেন তিনি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, স্বাগতার নাকি স্কুলে ক্লাস নাইন পর্যন্ত কোনো বন্ধু-বান্ধব ছিল না। এমনকি তিনি নাকি কারো সঙ্গে মন খুলে কথাও বলতেন না।
এর কারণ কী—জানতে চাইলে এনটিভি অনলাইনকে স্বাগতা বলেন, ‘আমি বোধ হয় ছোটবেলায় এমন কিছু চিন্তা করতাম, যা আমার ক্লাসমেটরা করত না। আমি আমার মনের মতো কোনো ক্লাসমেট পাইনি। ক্লাসমেটরাও আমার সঙ্গে স্বাভাবিক ছিল না। বলতে পারেন, ছোটবেলায় আমি ছিলাম এলিয়েন। সবাই আমাকে তা-ই ভাবত। কারণ, আমার স্বভাব নাকি এলিয়েনের মতো ছিল। আমার পোশাকের সঙ্গেও কারো মিল ছিল না। আমি যে ধরনের কথাবার্তা বলতাম, সেগুলো শুনে কেউ অবাক হতো, আবার কেউ হাসত। তাই ক্লাস নাইন পর্যন্ত কারো সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি।’
তাহলে আপনার জীবনে প্রথম বন্ধু কে ছিল? উত্তরে স্বাগতা বলেন, ‘দশম শ্রেণিতে আমার মাহা নামের একজন বন্ধু হয়। তার সঙ্গে আমার হঠাৎ করেই বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। এর পর আমিও বদলে যেতে শুরু করি। ধীরে ধীরে মাহার বন্ধুরাও আমার বন্ধু হয়ে যায়। এর পর সে সময় মডেলিং করতে এসে আমার প্রিয় বন্ধু হয় মিথিলা।’