শাকিবের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি সামনের বছর হিন্দি ছবি নির্মাণ করবেন। তাঁর ছবিতে নায়িকা হিসেবে থাকবেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছিলেন আবদুল আজিজ।
তবে ছবির নায়ক কে হবেন, এ ব্যাপারে তখঝনো যেমন মুখ খোলেননি, আজো কোনো মন্তব্য করতে রাজি হননি আবদুল আজিজ। কয়েকটি গণমাধ্যমে শ্রদ্ধা কাপুরের বিপরীতে শাকিব খান অভিনয় করছেন এমন খবর দেখার পর যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। আসলেই কি শাকিব খান অভিনয় করবেন শ্রদ্ধার বিপরীতে? জবাবে আবদুল আজিজ বলেন, ‘যথাসময়ে সবকিছু জানতে পারবেন। আপতত এখন কিছুই বলতে চাই না। ’
এর আগে ছবির নায়কের ব্যাপারে আবদুল আজিজ জানিয়েছিলেন, যৌথ প্রযোজনার ছবিটি নির্মাণ করলে অবশ্যই তিনি নায়ক নির্বাচন করবেন বাংলাদেশ থেকে। এবার দেখা যাক, হিন্দি ছবিতে শাকিবের নায়িকা শ্রদ্ধা কাপুর হবেন কি না!
ঢালিউড কিং শাকিব খান জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ প্রযোজিত দুটি যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ ও ‘নবাব’-এ অভিনয় করেছেন। ‘শিকারী’ ছবিটি মুক্তির পর ব্যবসা সফলও হয়েছিল। ছবিতে শাকিবের নায়িকা ছিলেন কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী। এখন মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্র ‘নবাব’। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী। ছবিটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।