চলচ্চিত্রও বানাবেন পরিণীতি!
বলিউডে লেগেছে চলচ্চিত্র প্রযোজনার ধুম। নায়করা তো বটেই, বলিউডের প্রযোজনায় নিজেদের হাত পাকিয়ে নিচ্ছেন নায়িকারাও। আর সে লক্ষ্যে পৌঁছাতে আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো নায়িকারাও নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছেন। ডিএনএ ইন্ডিয়ার একটি খবরে জানা যায়, এই চলচ্চিত্র বানানেওয়ালাদের দলে যোগ দিতে যাচ্ছেন পরিণীতি চোপড়াও।
আনুশকা শর্মা প্রযোজনায় যাত্রা শুরু করেছেন ‘ক্লিন স্টেট ফিল্মস’ নামের প্রযোজনা সংস্থা খুলে। দুই বছরে ‘এনএইচ ১০’ এবং ‘ফিলৌরি’ নামের দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। বর্তমানে তৃতীয় চলচ্চিত্র নির্মাণের কাজও শুরু করে দিয়েছেন। আর পরিণীতি চোপড়া যার আত্মীয়, সেই প্রিয়াঙ্কা চোপড়ারও ‘পার্পল পেবল পিকচার্স’ নামের প্রযোজনা সংস্থা রয়েছে।
এই উদ্যোগের জন্য আনুশকা শর্মার প্রশংসা করে পরিণীতি বলেন, ‘তিনি (আনুশকা) যা করেছেন তা এককথায় চমৎকার। এর জন্য প্রচুর সাহস এবং আত্মবিশ্বাসের দরকার হয় এবং তিনি দুর্দান্ত কাজ করছেন। আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি এবং তাঁর এই উদ্যোগের তারিফ করি।’
পরিণীতি স্বীকার করেন আনুশকার মতো প্রযোজনা সংস্থা খোলার ক্ষুধা তাঁরও কিছুটা রয়েছে, ‘এই মুহূর্তে আমি এটা পছন্দ করছি। আমি এটা করতে চাইছি। এর পেছনে একমাত্র কারণ হিসেবে কাজ করছে আমার ব্যবসায়ী মন-মানসিকতা।’
তবে শিগগিরই যে তাঁকে প্রযোজনায় দেখা যাচ্ছে না তা জানিয়ে পরিণীতি বলেন, ‘আমি শুধু সেসব অভিজ্ঞতাই অর্জন করছি যেসব ক্ষেত্রে আমার এখন ঘাটতি রয়েছে। আমার একটি চলচ্চিত্র তৈরি করার মতো অভিজ্ঞতা নেই। কিন্তু আমি চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়াটা জানি। পাশাপাশি আমি ব্যবসায় শিক্ষার ছাত্রী। আর বাস্তব জীবনে আমি একজন ব্যাংকার। ভবিষ্যতে আমি এই দুটি জিনিস একসঙ্গে করে ভালো কিছু একটা তৈরির চেষ্টা করব।’
পরিণীতিকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর এই সিদ্ধান্ত থেকে তিনি কখনো পিছু হটবেন কি না? এমন প্রশ্নের জবাবে পরিণীতি বলেন, ‘না। যখনই সঠিক সুযোগ আসবে, আমি নিজেকে একজন প্রযোজক হিসেবে উপস্থাপন করব।’
পরিণীতি আরো বলেন, প্রযোজক হিসেবে তিনি কখনো একই বিষয় বা একই ধারার চলচ্চিত্র নির্মাণ করবেন না। “আমি মনে করি না এ রকমটা ঘটবে। এটি স্বয়ংক্রিয়ভাবে আমার কাছে আসবে যখন আমি একটি স্ক্রিপ্ট পড়ব। বিষয়টা এমন হবে, ‘আমি এই চলচ্চিত্রটি প্রযোজনা করতে চাই।’ তবে এ ক্ষেত্রে সাংগঠনিক জিনিসগুলো থাকা উচিত।”
পরিণীতি চোপড়ার ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিটি কিছুদিন পরই মুক্তি পাবে। ট্রেইলারের মাধ্যমে বেশ সাড়া পেয়েছে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।