মুখোমুখি পরিচালক ও শিল্পী সমিতি
নায়ক শাকিব খানের নামে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি। শাকিব পরিচালকদের নিয়ে গণমাধ্যমে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে মনে করছে সংগঠনটি। বিষয়টি নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতিতে গতকাল জরুরি মিটিং করা হয়। বিষয়টি নিয়ে চলতি সপ্তাহে পরিচালক সমিতির সঙ্গে বসবে শিল্পী সমিতি।
পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানান, ‘শাকিব খান গণমাধ্যমে পরিচালকদের নিয়ে অবমাননাকর কথা বলেছেন। তিনি বলেছেন যে এখন কোনো পরিচালকের কোনো কাজ নেই, তাঁরা নাকি এফডিসিতে বসে বসে শুধু অন্যের সমালোচনা করেন। তাঁর এই বক্তব্যের বিষয় নিয়ে আমাদের পরিচালক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শাকিব খানকে উকিল নোটিস পাঠানো হবে।’
এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘শাকিব খান আমাদের সমিতির সভাপতি। আগামী ৫ তারিখ আমাদের নির্বাচন, কিন্তু নির্বাচিতদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তিনিই আমাদের সভাপতি। উনার নামে এমন একটি নোটিশ পাঠানোর বিষয় যেহেতু, তাই আমরা আজ শিল্পী সমিতির সবাই বসেছিলাম।’
কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে অমিত হাসান বলেন, ‘পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সাহেবের সঙ্গে কথা হয়েছে। তিনি এখন দেশের বাইরে আছেন, তিনদিন পর ফিরবেন। তারপর আমরা দুই সমিতি বিষয়টি নিয়ে বসব।’
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘পরিচালক সমিতি এককভাবে একজন শিল্পীকে উকিল নোটিশ পাঠাতে পারে না। এমন বিষয় নিয়ে অবশ্যই শিল্পী সমিতির সঙ্গে কথা বলতে হবে।’
বিষয়টি সুরাহা না হলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত করার কথা বলেছিলেন শাকিব খান। এ বিষয়ে মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে শাকিব বলেন, ‘আমরা আপাতত পরিচালক সমিতির ওপর বিশ্বাস রেখে আগামী মাসের ৫ তারিখই নির্বাচনের তারিখ ঠিক রাখছি। এখন দেখি তারা কী করে। যদি তাদের সঙ্গে সমঝোতা না হয়, তাহলে আবারও আমরা শিল্পী সমিতির মিটিং ডাকব।’