পরের ‘ট্রিপল এক্স’ সিক্যুয়ালেও দীপিকা!
দীপিকা পাড়ুকোন এখন ক্যারিয়ারের সফল সময় পার করছেন। বলিউড ছাড়িয়ে পা রেখেছেন হলিউডে। অভিনয় করেছেন ডি জে ক্যারুসো পরিচালিত ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে। সেখানে তিনি অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ভিন ডিজেলের বিপরীতে। বক্স অফিসে ছবিটি বেশ ভালো অবস্থানেই ছিল।
এদিকে ছবির এই ব্যবসায়িক সাফল্যের কারণে ‘ট্রিপল এক্স’ সিরিজের সিক্যুয়াল ‘ট্রিপল এক্স ফোর’ছবিতেও দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বলে খবর প্রকাশ করেছে ফিল্ম ফেয়ার। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের বরাত দিয়ে ফিল্ম ফেয়ার জানিয়েছে ‘ট্রিপল এক্স ফোরে’ দীপিকা পাড়ুকোন থাকবেন কি না, ভক্তের এমন প্রশ্নের জবাবে পরিচালক ডি জে ক্যারুসো বলেন, ‘দীপিকা ট্রিপল এক্স ফোরেও থাকবে। আগামী সপ্তাহে ছবির গল্প এবং দৃশ্য ধারণ বিষয়ে আমাদের মিটিং হবে।’
ট্রিপল এক্স সিরিজের প্রথম ছবি নির্মিত হয় ২০০২ সালে। ছবিটি পরিচালনা করেন রব কোহেন। পরে ২০০৫ সালের সিক্যুয়াল ‘ট্রিপল এক্স :স্টেট অব দ্য ইউনিয়ন’ নির্মাণ করেন লি তামাহোরি।