এ কোন সাজে আমির খান?

‘মি. পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত বলিউড তারকা আমির খান। ছবিতে চরিত্রের প্রয়োজনে নিজেকে নিখুঁতভাবে সাজাতে একটুও ছাড় দেন না তিনি। আর এ কারণেই ‘ব্যাটহাতে কৃষক’ থেকে ‘ভিনগ্রহের মানুষ’ যে সাজেই বড়পর্দায় এসেছেন, শতভাগ উপভোগ করেছে দর্শক।
এবারও হয়তো সে ধারাবাহিকতার ব্যতিক্রম হবে না। ‘থাগস অব হিন্দুস্তান’ নামে নতুন একটি ছবির কাজে বর্তমানে মাল্টায় রয়েছেন আমির খান। সেখানে শুটিং সেটে খান সাহেবের একটি ছবি ইন্টারনেটে প্রকাশ করা হয়। ছবিটিতে দেখা গেছে নাকফুল, কানের দুল আর চশমা চোখে তাগড়াই মোচের এক আমিরকে।
বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটির জন্য নাকি বেশ ঘাম ঝরিয়েছেন আমির। ওজন কমিয়েছেন ২০ কেজি। এ ছাড়া তিনি সত্যিই নাক ও কান ফুটিয়েছেন বলে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে দাবি করছে আমির ভক্তরা।
মাল্টার শুটিং সেটের ওই ছবি ছাড়াও বেশ কিছু তথ্য দিয়েছেন ‘থাগস অব হিন্দুস্তান’-এর পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। তিনি জানান, মাল্টায় বেশ রাখঢাক করে চলছে শুটিং। ছবির প্রয়োজনে তৈরি করা হয়েছে অষ্টাদশ শতকের আদলে দুটি জাহাজ। জাহাজগুলোতে রয়েছে কামান ও গোলাও।
‘থাগস অব হিন্দুস্তান’ মূলত অ্যাকশন-ড্রামাধর্মী ছবি। সেখানে আমিরের পাশাপাশি অভিনয় করছেন বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন ও তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।