এবার ‘র’ এজেন্ট সোনাক্ষী

আহ্লাদী কোনো চরিত্রে নয়, বরং ডাকাবুকো মার্কা অ্যাপেয়ারেন্সেই স্বচ্ছন্দ সোনাক্ষী সিনহা। এবারে এমনই এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, যেখানে রগচটা চরিত্রের ছড়াছড়ি। আর সেই ছবিতে সোনাক্ষী অভিনয় করতে যাচ্ছেন একজন ‘র’ এজেন্টের ভূমিকায়। ডিএনএ ইন্ডিয়া এবং এনডিটিভি নিশ্চিত করেছে, ‘ফোর্স ২’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে আবির্ভাব ঘটছে সোনাক্ষী সিনহার।
২০১১ সালের ব্যবসা সফল অ্যাকশন থ্রিলার ফোর্সের সিক্যুয়েল ছবি ‘ফোর্স ২’। কেবল জন আব্রাহাম নন, খল চরিত্রে অভিষিক্ত বিদ্যুৎ যমওয়ালের পারফর্ম্যান্স দারুণ প্রশংসিত হয়েছিল। একইসাথে, জন বনাম বিদ্যুৎ লড়াইও জমেছিল বেশ! এই ছবির সাফল্যের পরই নির্মাতারা সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। ছবিটির পরিচালক ছিলেন নিশান্ত কামাত। এবারে অবশ্য তিনি নন, পরিচালকের দায়িত্বে রয়েছেন অভিনয় দেও। একই সাথে, জন আব্রাহামের বিপরীতে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। প্রথম ‘ফোর্স’ ছবির নায়িকার ভূমিকায় ছিলেন জেনেলিয়া ডি সুজা।
নির্মাতাদের ইচ্ছা, প্রথম ছবিটির চেয়ে এই ছবিকে আরো কড়া ধাঁচের অ্যাকশন ছবি হিসেবে তৈরি করার। বলা বাহুল্য, ফোর্সে প্রদর্শিত বিভিন্ন অ্যাকশন বা স্ট্যান্ট যেমন চমকপ্রদ ছিল, সেই সাথে ছিল বেশ ভায়োলেন্ট! এবারে যে কি হতে যাচ্ছে তা এখনো নিশ্চিত নয়, কারণ (হয়তো ইচ্ছাকৃতভাবেই) এখনো কিন্তু প্রকাশিত হয়নি খলনায়কের নাম!
জন আব্রাহামের বিপরীতে প্রথমে ক্যাটরিনা কাইফের অভিনয় করার কথা ছিল। তবে শিডিউল সংক্রান্ত জটিলতার কারণে এবারের মতো ‘ফোর্স’-এ জনকে সঙ্গ দেওয়া হয়নি ক্যাটের। ২০১৬ সালের শুরুর দিকেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।