‘বাবার ভালো কিছুর জন্য অপেক্ষা করছি’
হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছেন সংগীতশিল্পী বারী সিদ্দিকী। গত শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর লাইফ সাপোর্ট দিয়ে তাঁকে রাখা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এখনো তাঁর অবস্থার উন্নতি হয়নি। তিনি ডা. আব্দুল ওয়াহাব খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
বারী সিদ্দিকীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তাঁর ছেলে সাব্বির সিদ্দিকী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা বাবার ভালো কিছুর জন্য অপেক্ষা করছি। সবাই দোয়া করবেন।’
অনেক আগে থেকেই বারী সিদ্দিকী কিডনি রোগ ও ডায়াবেটিসে ভুগছেন বলে জানান সাব্বির সিদ্দিকী।
১৯৯৯ সালে হুমায়ুন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে তিনটি গান গেয়ে পরিচিতি পান বারী সিদ্দিকী। এরই মধ্যে তাঁর বেশকিছু গান জনপ্রিয়তা লাভ করে। ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘মানুষ ধরো মানুষ ভজো, ‘পুবালী বাতাসে’ গানগুলো শিল্পীকে খ্যাতি এনে দেয়।