তির্যক নাট্যমেলা অনুষ্ঠিত
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গত ১৭ থেকে ১৯ নভেম্বর তির্যক নাট্যদলের ৪৪ বছর উপলক্ষে ‘তির্যক নাট্যমেলা ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে।
নাট্যমেলা উদ্বোধন করেন বরেণ্য নাট্যজন আলী যাকের এবং তির্যকের ৪৪ বছরের নাট্য-স্মারক প্রদর্শনী উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার। সেদিন নাট্যজন আলী যাকেরকে তির্যক সম্মাননা জ্ঞাপন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান।
তিন দিনব্যাপী এই নাট্যায়োজনে ছিল প্রতিদিন বিকেল ৫টা থেকে তির্যকের ৪০ বছরের নাট্যস্মারক প্রদর্শনী, মুক্তমঞ্চে ছিল বিকেল সাড়ে ৫টা থেকে প্রতিদিন সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয় ও চট্টগ্রামের লোকগান পরিবেশনা এবং প্রতিদিন সন্ধ্যে ৭টায় আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তির্যকের তিনটি মঞ্চনাটক।
১৭ নভেম্বর শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাটক ‘বিসর্জন’, ১৮ নভেম্বর শনিবার সফোক্লিসের গ্রিক ট্র্যাজেডি ‘ইডিপাস’ এবং ১৯ নভেম্বর রোববার সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘তরঙ্গভঙ্গ’ মঞ্চস্থ হয়।
১৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নাট্যভাবনা আদান-প্রদান’ শীর্ষক আলোচনায় বিষয় উপস্থাপন করেন নাট্যজন মামুনুর রশীদ ও নাসির উদ্দিন ইউসুফ। এতে অংশ নেন নাট্যজন আতাউর রহমান, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, মান্নান হীরা, ঝুনা চৌধুরী, বিপ্লব বালা, ইউসুফ হাসান অর্ক, আশীষ গোস্বামী, গোলাম সারোয়ার, দেবপ্রসাদ দেবনাথ, কামাল উদ্দিন কবির, মিলন কান্তি দেসহ বাংলা নাটকের বিশিষ্ট নাট্যজনরা।
শেষের দিন সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান। এ দিন বরেণ্য অভিনেত্রী ও নির্দেশক ফেরদৌসী মজুমদারকে তির্যক সম্মাননা জ্ঞাপন করা হয়।
১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথ পরিক্রমায় দেশ ও দেশের গণ্ডী পেরিয়ে তির্যক চর্চা ও সৃজনের মাধ্যমে এ ক্ষেত্রটিকে সৃষ্টিশীলতায় পূর্ণ করবার কাজে নিয়োজিত রয়েছে। এ পর্যন্ত তির্যক নাট্যদল ৪৪টি নাটকের ২৬২২টি প্রদর্শনী সম্পন্ন করেছে। তির্যক বিশ্বাস করে, ‘শেকড় থাকবে মাটিতে, ডালপালা ছড়াবে আকাশে’। এর আগে তির্যকের আটটি প্রযোজনার ১০০তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে একটি নাটক রবীন্দ্রনাথের ‘বিসর্জন’-এর ২৪০তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। এটাই বাংলা রঙ্গমঞ্চে রবীন্দ্র-নাট্যের প্রথম দ্বি-শততম মঞ্চায়ন।