বাতিঘরের ‘র্যাডক্লিফ লাইন’
মিথ্যা অহমিকা আর ভোগ-দখলের জন্য আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত জাতিতে জাতিতে পারস্পরিক দ্বন্দ্ব চলে আসছে। এই মিথ্যা অহমিকায় সৃষ্ট সিস্টেমের জাঁতাকলে পিষ্ট হচ্ছে মানবতা, আর বলির পাঁঠা হচ্ছে মানুষ নিজেই। ‘র্যাডক্লিফ লাইন’ নাটকটি যেন সিস্টেমের খাঁচায় বন্দি মানুষের ভেতরের মানবিকতাকে একটা বড় ঝাঁকি মেরেছে এবং স্পর্শ করেছে হৃদয়কে।
‘র্যাডক্লিফ লাইন’ মঞ্চনাটকটি ‘বাতিঘরে’র অষ্টম প্রযোজনা। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। আজ শুক্রবার ২৭ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির প্রথম মঞ্চায়ন। এবং পরের দিন ২৯ জুলাই দ্বিতীয় মঞ্চায়ন হতে যাচ্ছে।
মঞ্চে নাটকটিতে অভিনয়ে থাকবেন সাফিন, আহমেদ অশ্রু, স্বরণ বিশ্বাস, শিশির সরকার, সঞ্জয় হালদার। আলো নিয়ন্ত্রণে তানজিল আহমেল। মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি, তাজিম আহমেদ শাওন। সংগীতে জনি সেন রুবেল, সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে অপূর্ব দে।