কলকাতায় আমন্ত্রণ পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাগরিক’
২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাগরিক’। আগামী ১৫ থেকে ২১ নভেম্বর পশ্চিমবঙ্গের চলচ্চিত্র কেন্দ্র নন্দনে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব।
কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘নাগরিক’-এর নির্মাতা খন্দকার মো. জাকির।
নির্মাতা জাকির বলেন, ‘ছবিটির বিষয়বস্তু বাংলাদেশের সমকালীন রাজনৈতিক বাস্তবতা। তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার সময় জনগণের ভয় আর আতঙ্কের চিত্র ফুটে উঠেছে ১৩ মিনিটের এই চলচ্চিত্রে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী খন্দকার মো. জাকির তাঁর গ্র্যাজুয়েট ছবি হিসেবে নির্মাণ করেছেন চলচ্চিত্রটি।
আশীফ এন্তাজ রবির ছোটগল্প ‘ঘটনার আড়ালে অঘটনসমূহ’ অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুলতানা দিনা, কাজী ফয়সাল, শিহাব শাওন, জায়েদ জুলহাস, সাদমান রিহান, আহমেদ তাওকীর, শেখ জাহিদ আজিমসহ নাট্যদলের একদল অভিনয়শিল্পী।
ছবিটি এর আগে সিঙ্গাপুরভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্ল্যাটফর্ম ভিডসিতে বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য নির্বাচিত হয়।