ঈদে মুক্তি পাচ্ছে তো শাকিবের ‘প্রিন্স’?
আগামী ঈদুল ফিতরের জন্য ‘প্রিন্স’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। নাট্যনির্মাতা আবু হায়াতের প্রথম সিনেমার শুট শুরু হওয়ার কথা আগামী মাসেই। সিনেমাটির জন্য বলিউড থেকে উড়িয়ে আনা হচ্ছে অ্যানিম্যাল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে।
তবে সূত্রের বরাতে দেশের একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, আগামী ঈদুল ফিতরের ‘প্রিন্স’ সিনেমার মুক্তি অনিশ্চিত। বড় বাজেটের এই সিনেমার প্রস্তুতি নির্ধারিত সময়ে শেষ করা যাবে কি না, তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর সে কারণে সিনেমাটির মুক্তি এক ঈদ পিছিয়ে ঈদুল আজহাতে নেওয়ার বিষয়টি ভেবে দেখছে প্রযোজনা প্রতিষ্ঠান।
তবে এই বিষয়ে জানতে চাইলে পরিচালক আবু হায়াত শুটিং অনিশ্চয়তার কথা অস্বীকার করেন। তাঁর ভাষায়, ‘সব ঠিক থাকলে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রিন্সের শুটিং শুরু করব। যেসব দুই নায়িকার কথা আগেই জানিয়েছি, তাদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত জানিয়ে দেব। আমাদের ইচ্ছা, সব ঠিক থাকলে ঈদুল ফিতরেই প্রিন্সকে দর্শকদের সামনে আনা।’
এদিকে শাকিব খান এখন ব্যস্ত আছেন ‘সোলজার’ সিনেমারর শুটিংয়ে। বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদের পরিচালনায় সিনেমাটির কাজ শেষ পর্যায়ের। দেশপ্রেমের গল্পে নির্মিত এ সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও তানজিন তিশা।

বিনোদন ডেস্ক