আবার ‘খলনায়ক’?
‘জি হ্যাঁ, ম্যায় হুঁ খলনায়ক’! সাদা-কালো স্ট্রাইপের কোট, কালো সানগ্লাস আর হাতে ছড়ি নিয়ে সঞ্জয় দত্তের কাল্ট অ্যাপেয়ারেন্স—হাসি হাসি মুখে বলিউডি ছবির এক কাল্ট চরিত্র; নায়ক নন, তিনি ‘খলনায়ক’! ১৯৯৩ সালের এই সুপারহিট ছবিটির রিমেক হওয়ার কথা চলছে। এ কথা জানিয়েছেন ছবিটির পরিচালক সুভাষ ঘাই। এনডিটিভির খবরে জানা গেল, রিমেকের জন্য কপিরাইট কেনার ব্যাপারে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছেন কয়েকজন নির্মাতা।
এই ‘আগ্রহী’ নির্মাতাদের মধ্যে প্রথমেই নাম রয়েছে সঞ্জয় লীলা বনসালির। বিশাল ক্যানভাস আর আয়োজনে ছবি বানানো বনসালির ট্রেডমার্ক বললে ভুল হয় না। তিনি ‘খলনায়ক’ রিমেকের জন্য আগ্রহী হলে তো বলিউড-ভক্তদের নড়েচড়ে বসার কথা। সুভাষ ঘাই বলেন, ‘সে (সঞ্জয় লীলা বনসালি) আমার বাসায় খেতে এসেছিল, তখন আমাদের মধ্যে এ নিয়ে কথা হয়েছে। সে ছবিটার (খলনায়ক) কপিরাইট কেনার ব্যাপারে আগ্রহী। আমি এ জন্য আট-নয় কোটি রুপির মতো চেয়েছি।’
তবে এখনো কোনো পাকাপাকি কথা হয়নি তাঁদের মধ্যে। সুভাষ বলেন, ‘আমাদের মধ্যে কোনো চূড়ান্ত কথা হয়নি। বাজিরাও মাস্তানি নিয়ে এখনো ব্যস্ত বনসালি।’
আগ্রহীদের তালিকায় নাকি করণ জোহরও রয়েছেন! এ কথা অবশ্য প্রত্যাখ্যান করেছেন সুভাষ, ‘না, এটা সত্যি নয়। তবে হ্যাঁ, আরো কয়েকজন নির্মাতা রয়েছেন, যাঁরা আবার ছবিটা বানাতে চান। তাঁদের নাম এখন আমার পক্ষে বলা সম্ভব নয়।’
‘খলনায়ক’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। হঠাৎ করেই ছবিটির দিকে নির্মাতাদের এমন নজর, তাতে একটু বিস্মিত হয়েছেন সুভাষ, ‘হঠাৎ করেই এটা মার্কেটের গরমাগরম পণ্য হয়ে উঠেছে! আমরা বেশ কয়েকজন নির্মাতার কাছ থেকে প্রস্তাব পেয়েছি’, বলেন তিনি।
গত বছর নিজের আরেকটি সুপারহিট ছবি ‘রাম লক্ষ্মণ’-এর কপিরাইট করণ জোহরের কাছে বিক্রি করেছেন সুভাষ। রোহিত শেঠির ছবিটি পরিচালনা করার কথা রয়েছে।