পাকিস্তানে কেন নিষিদ্ধ ‘বাজিরাও মাস্তানি’?
দেশের মাটিতে বিজেপির বিরোধিতা আর বিভিন্ন সমস্যায় পুনেতে এরই মধ্যে বন্ধ হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘বাজিরাও মাস্তানি’। পাশের দেশ পাকিস্তানেও নিষিদ্ধ করা হয়েছে ছবিটি। জানা গেল, সেন্ট্রাল বোর্ড ফিল্ম সার্টিফিকেশন অব পাকিস্তানের (সিবিএফসি) আপত্তির মুখে পড়ে নিষিদ্ধ হয়েছে।
এ বছর বলিউডের সবচেয়ে আলোচিত ছবির অন্যতম ‘বাজিরাও মাস্তানি’। মারাঠা যোদ্ধা পেশবা বাজিরাওয়ের জীবনকাহিনী অবলম্বনে নির্মিত এই ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াংকা চোপড়া।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে সিবিএফসির চেয়ারম্যান মুবাশশির হাসান জানান, ছবিটি পাকিস্তানে প্রদর্শন করা যাবে না। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দেন, ঐতিহাসিক ঘটনা নিয়ে বানানো এই চলচ্চিত্রটি পরোক্ষভাবে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যায়। এখানে পেশবা বাজিরাও ও তাঁর মুসলিম স্ত্রীর সম্পর্ক বিশেষভাবে দেখানো হয়েছে। চলচ্চিত্রটির কিছু নির্দিষ্ট সংলাপ এবং নির্দিষ্ট দৃশ্যের কারণে এটিকে বন্ধ করা হয়েছে।
একই দিনে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘দিলওয়ালে’ অবশ্য পাকিস্তানে প্রদর্শনে কোনো রকম বাধার সম্মুখীন হয়নি।