নিজেকে আজকাল বেশ তরুণ মনে হচ্ছে : শুভাশীষ
ভারতীয় টিভি চ্যানেল ‘জি বাংলা’-তে সদ্য শেষ হওয়া জনপ্রিয় টিভি শো ‘ডিটেকটিভ ২০১৫’ তে তিনি ছিলেন জালমোহন গাঙ্গুলি। তবে আসল নাম কিন্তু জালমোহন নয়, তিনি হলেন অভিনেতা শুভাশীষ মুখোপাধ্যায়। টলিউডের সাম্প্রতিককালের অন্যতম কৌতুক অভিনেতা বলে যার সুখ্যাতি ছড়িয়ে রয়েছে দুই বাংলার মাটিতে। ‘ডিটেকটিভ ২০১৫’ শেষ করে সংবাদমাধ্যমের কাছে বলেছেন জীবনের এই নতুন অভিজ্ঞতার কথা।
“আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা ‘ডিটেকটিভ ২০১৫’। এখানে কনসেপ্টটাই সম্পূর্ণ আলাদা ছিল। প্রথমে তো ভাবিনি জালমোহন গাঙ্গুলি সেজে এতটা জনপ্রিয়তা পাব। আসলে সত্যজিৎ রায়ের বিখ্যাত সৃষ্টি লালমোহন গাঙ্গুলির অনুকরণে তৈরি করা হয় আমার ‘জালমোহন গাঙ্গুলি’ চরিত্রটি। তাঁর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ডিটেকটিভ ২০১৫’-তে জালমোহনের চরিত্রটিকে যথাসাধ্য ফুটিয়ে তোলার চেষ্টাও করি। শেষে দেখলাম, জালমোহনকে খুব সহজেই মানুষ পছন্দ করে ফেলেছে’-বলেন শুভাশীষ।
এই কথা থেকে এসে পড়ে অভিনয় জীবনের প্রথম দিককার গল্প, ‘আমার প্রথম জীবনে ছোটপর্দা বলতে একমাত্র কলকাতা দূরদর্শন ছিল। সেখানে ‘বিবাহ অভিযান’ করে প্রথম পরিচিতি পাই। তবে তার আগে ‘লম্বকর্ণ পালা’ এবং ‘অভিনন্দন ভগীরথ’-এও কাজ করেছি।’
বাংলা সিনেমার জগতে আজ প্রতিষ্ঠিত কৌতুকাভিনেতা বলে শুভাশীষ পরিচিতি পেলেও ১৯৭৮ সালে রেডিওতে প্রথম কাজ শুরু করেন। শ্রাবন্তী মজুমদারের সঙ্গে কাজ শুরু করেন। তিনি বললেন, ‘ওনার (শ্রাবন্তী মজুমদার) কাছেই কাজ শেখা এবং রেডিওতে সেই সময় সফল কণ্ঠ-অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করি। আসলে সেই সময় তো রেডিওরই রমরমা চারদিকে।’
সম্প্রতি মঞ্চেও অভিনয় করছেন শুভাশীষ মুখোপাধ্যায়। “সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের ‘বেবি কে’ তে অভিনয় করছি। এই ‘বেবি কে’ ইউনিটের তরুণ সদস্যদের সঙ্গে কাজ করতে করতে নিজেকে আজকাল বেশ তরুণ মনে হচ্ছে।”
নিজের অভিনয় করা সেরা চরিত্রর কথা বলতে গিয়ে বললেন “সুমন মুখোপাধ্যায়ের ‘হারবার্ট’, অঞ্জন দত্তর ‘দত্ত ভার্সেস দত্ত’, সন্দীপ রায়ের ‘গোরস্থানে সাবধান’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মেঘে ঢাকা তারা’-র কথা। তবে তাঁর সিনেমাজীবনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন পরিচালক স্বপন সাহা, জানান তিনি। ‘স্বপন সাহার পরিচালনায় অন্তত ৫৪টি ছবিতে অভিনয় করেছি, যা আমার জীবনে একটা রেকর্ড। ওঁর ছবির মাধ্যমেই গ্রাম-গঞ্জে আমার প্রথম পরিচিতি লাভ হয়। কমেডিয়ান তকমাটা তখন থেকেই পাকাপোক্ত হতে শুরু করে।’