আদনান সামি এখন ভারতের নাগরিক
নিজদেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন সেই ২০০১ সালে, এক বছরের পর্যটক হয়ে। সেই ভারতই এখন আদনান সামির স্থায়ী ঠিকানা হতে চলেছে। রাত পেরোলেই আগামীকাল, অর্থাৎ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিক হচ্ছেন এই পাকিস্তানি গায়ক। পিটিআইয়ের খবরে জানা গেল, বহুদিন আগেই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন জনপ্রিয় এই বলিউডি গায়ক।
এ বছরের ২৬ মে নাগরিকত্বের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আদনান। ২০০১ সালের ১৩ মার্চ ট্যুরিস্ট ভিসা নিয়ে এক বছরের জন্য ভারতে এসেছিলেন তিনি। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন এ বিষয়ে তাকে অনুমোদন দিয়েছিল। এরপর, বছর বছর তিনি ভারতে নিজের বসবাসের মেয়াদ বাড়িয়েছেন আবেদনের মাধ্যমে। এরই মধ্যে বলিউডে পেয়েছেন জনপ্রিয়তা।
এ বছরের মে মাসেই তাঁর পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় এবং পাকিস্তান সরকারও এই পাসপোর্টের মেয়াদ আর বাড়ায়নি। ফলে ভারতীয় নাগরিকত্বের জন্য উঠে পড়ে লাগা ছাড়া উপায়ন্তর ছিল না তাঁর। ভাগ্যের সহায়তা ভালোই মিলেছে, এখন তিনি ভারতের নাগরিক।
২০০৫ সালে ‘কাভি তো নজর মিলাও’ এবং ‘লিফট করা দে’ গান দুটি দিয়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন আদনান সামি। তাঁর ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু হিট বলিউডি গান। সবশেষ সালমান খানের ব্লকবাস্টার হিট ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে একটি গান গেয়েছেন তিনি। গানটি যে দারুণ সফল হয়েছে, সে তো আর বলার অপেক্ষা রাখে না।