আসছে ‘মীর এই পর্যন্ত’
আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সৃষ্টিমুখ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হতে চলেছে ‘মীরাক্কেল’-খ্যাত মীরের জীবনের খুঁটিনাটি নিয়ে বই ‘মীর এই পর্যন্ত’। দুই বাংলার দর্শকদের কাছে অসম্ভব জনপ্রিয় এই তারকার সকাল থেকে রাত্রি, তাঁর জীবনের খুশি, বেদনা সবকিছুই সোজা সরল ভাষায় তুলে ধরা হয়েছে এই বইটিতে। অগণিত দর্শকদের অত্যন্ত কাছের মানুষ হয়ে ওঠা মীর কখনই তাঁর অতীতের সংগ্রামের দিনগুলোকে লুকিয়ে রাখেননি।
এই বইতে কথা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় মীর জানিয়েছেন, কেমন করে এক ইস্ত্রিওয়ালার কাছ থেকে কাগজে বিজ্ঞাপন দেখে তিনি অডিশন দিতে গিয়েছিলেন। কীভাবে জীবনের মোড় ঘুরে গেল তাঁর। স্টুডিওতে ভয়েস ওভার দেওয়ার সেই অতীত দিন। রেডিও জকি থেকে নিউজ রিডার, তারপর জনপ্রিয় উপস্থাপক, সবশেষে চোস্ত অভিনেতা হয়ে ওঠা। সব কিছুর সুলুক সন্ধান রয়েছে ‘মীর এই পর্যন্ত’ বইতে। আজ সাফল্যের উজ্জ্বল মঞ্চে দাঁড়িয়ে মীর কখনই ভুলে যেতে চান না সেই ফেলে আসা দিনগুলোকে। বারবার টুকরো টুকরো হাসির আড়ালে তিনি তুলে ধরেন তাঁর নিজের অতীত জীবনকে।
এখনো অত্যন্ত নিষ্ঠা আর পরিশ্রম দিয়েই পারফরমেন্সকে তুলে ধরেন দর্শকদের সামনে। দিনভর চূড়ান্ত ব্যস্ততার মধ্যে সময় কাটে তাঁর। তবু সেই ব্যস্ততার মধ্যেও সংসারি মীর কিন্তু সংসারের দায়দায়িত্বকে কখনই এড়িয়ে যান না। দিনভর তুমুল ব্যস্ততার মধ্যেও মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে ভোলেন না। নিজেকে ভুলে না যাওয়াটাই উঠে এসেছে ‘মীর এই পর্যন্ত’ বইতে।
আর মীরভক্তদের জন্য তাঁর জীবনের সমস্ত খুঁটিনাটি ঘটনাপ্রবাহকে দুই মলাটের বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন লেখিকা শতরূপা বোস রায়। বইটির প্রকাশক রোহন কুদ্দুস জানিয়েছেন, ‘টিভিতে মীরের কমেডি শো নিয়ে মাঝেমধ্যে বিতর্ক সৃষ্টি হয় জানতাম। তার বেশি আর সেভাবে মীরকে চিনতাম না। কিন্তু পান্ডুলিপিটি হাতে পাওয়ার পর যা জানতে পেরেছি তা আমার প্রত্যাশার বাইরে। সেলিব্রিটি মীরের রোজনামচা থেকে মীরাক্কেলের মীর হয়ে ওঠার আগের মীর, তাঁর জীবনসংগ্রামের টুকরো টুকরো ছবি সব কিছুই ছন্দবদ্ধ গতিতে তুলে ধরা হয়েছে এই বইতে। আজ যারা মীরের সবচেয়ে বড় ফ্যান, তাদের জন্য এই বই যে বাড়তি খুশির পরশ এনে দিতে চলেছে, তা বলাই বাহুল্য। মীরাক্কেলের টাইটেল সংয়ের সুর ধরে তাই বলাই যেতে পারে, ‘মীর মানেই হয়তো এবার কলকাতা বইমেলায় পাবলিক জমে ক্ষীর।’ সুতরাং ২০১৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অজানা মীরের সন্ধান পেতে গেলে আপনাকে হয়তো কিনতেই হবে ‘মীর এই পর্যন্ত’।