আরফিন রুমীর সংগীতায়োজনে সেনিজের প্রথম অ্যালবাম
তরুণ সংগীতশিল্পী সেনিজের কোনো একক অ্যালবাম এখনো প্রকাশিত হয়নি। তবে সেনিজকে স্টেজ শো ও টিভি অনুষ্ঠানে নিয়মিত গান গাইতে দেখা যায় । আসছে ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসছে সেনিজের প্রথম একক অ্যালবাম।
অ্যালবামটির সব গান লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং এর সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমী। অ্যালবামের সুর ও সংগীতায়োজন করার পাশাপাশি তিনটি দ্বৈত গানে সেনিজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমী।
সম্প্রতি সেনিজের এই অ্যালবামের কাজ শেষ করেছেন আরফিন রুমী। অ্যালবামটি করতে চার মাস সময় নিয়েছিলেন তিনি। অ্যালবামে রোমান্টিক, আইটেম, রক-সহ সবধরনের গান থাকবে। এমনটিই জানিয়েছেন সেনিজ।
নিজের প্রথম অ্যালবাম সম্পর্কে এনটিভি অনলাইনকে সেনিজ বলেন, ‘আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এখনো অ্যালবামের নাম ঠিক করিনি। আসছে ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশ করতে চাই। আর অ্যালবাম প্রকাশের পরই একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করার ইচ্ছে রয়েছে আমার। আমার সৌভাগ্য যে প্রথম অ্যালবামেই আরফিন রুমী ভাইয়ার সঙ্গে আমার তিনটি দ্বৈত গান থাকছে।’
সেনিজের গায়কীর বেশ প্রশংসা করেছেন আরফিন রুমী। সেনিজের কণ্ঠ তাঁর অনেক ভালো লেগেছে বলেও জানান তিনি।

ফিচার ডেস্ক