স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস
সেরা ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘তলোয়ার’
গত বছরের ছবিগুলোকে পুরস্কৃত করার পালা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের মুম্বাইতে বসেছিল ২২তম অ্যানুয়াল স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের আসর। আর এর মাধ্যমেই পুরস্কার দেওয়ার পালা শুরু হলো। এবারের আয়োজন উপস্থাপনা করেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মা।
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসে দর্শকদের ভোটে ২০১৫ সালের সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘বজরঙ্গি ভাইজান’। আর সমালোচকদের চোখে সেরা ছবি ‘তলোয়ার’। এ খবর জানিয়েছে বিনোদনবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বলিউড হাঙ্গামা।
সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে জিতেছেন রণবীর সিং (বাজিরাও মাস্তানি) ও অমিতাভ বচ্চন (পিকু)। সেরা অভিনেত্রী হয়েছেন দীপিকা পাড়ুকোন (পিকু)।
সমালোচকদের ভোটে সেরা অভিনেতা হয়েছেন ইরফান খান (তলোয়ার), সেরা অভিনেত্রী হয়েছেন কালকি কোয়েচলিন (মার্গারিটা উইথ আ স্ট্র)।
‘বাজিরাও মাস্তানি’ ছবিতে কাশিবাইয়ের চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
‘বজরঙ্গি ভাইজান’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কবির খান।
২২তম স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস পুরো তালিকা
সেরা ছবি (পপুলার চয়েস) - বজরঙ্গি ভাইজান
সেরা ছবি (জুরি চয়েস) - তলোয়ার
সেরা পরিচালক – কবির খান (বজরঙ্গি ভাইজান)
সেরা অভিনেতা – অমিতাভ বচ্চন (পিকু), রণবীর সিং (বাজিরাও মাস্তানি)
সেরা অভিনেত্রী – দীপিকা পাড়ুকোন (পিকু)
সেরা অভিনেতা (পপুলার চয়েস)- শাহরুখ খান
সেরা অভিনেত্রী (পপুলার চয়েস)- দীপিকা পাড়ুকোন (পিকু, তামাশা)
সেরা অভিনেতা (জুরি চয়েস)- ইরফান খান (তালভার)
সেরা অভিনেত্রী (জুরি চয়েস)- কালকি কোয়েচলিন (মার্গারিটা উইথ আ স্ট্র)
সেরা শিশুশিল্পী – হারশালি মালহোত্রা (বজরঙ্গি ভাইজান)
সেরা পার্শ্ব-অভিনেতা – দীপক দোব্রিয়াল (তনু ওয়েডস মনু রিটার্নস)
সেরা পার্শ্ব-অভিনেত্রী- প্রিয়াঙ্কা চোপড়া (বাজিরাও মাস্তানি)
সেরা জুটি – শাহরুখ খান, কাজল
সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)- পাপন, মোহ মোহ কে ধাগে (দাম লাগাকে হাইসা)
সেরা প্লেব্যাক সিঙ্গার (নারী)- মোনালি ঠাকুর, মোহ মোহ কে ধাগে (দাম লাগাকে হাইসা)
সেরা গল্প – বজরঙ্গি ভাইজান
সেরা সংলাপ – পিকু
সেরা আবহ সংগীত – বজরঙ্গি ভাইজান
সেরা ভিএফএক্স – বাজিরাও মাস্তানি
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- ঋষি কাপুর